মমতার বিরুদ্ধে নালিশ ঠুকে মুখ্য নির্বাচন কমিশনরাকে চিঠি শুভেন্দুর, কি লেখা আছে চিঠিতে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন নির্বাচন কমিশনারকে নিয়ে নেতাজি ইন্ডোরের সভা থেকে উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,’অমিত শাহের সমবায় দফতরের প্রধান সচিবকে করা হয়েছে নির্বাচন কমিশনার’। সেই সঙ্গে দেশের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার ভোটার তালিকায় গরমিলের অভিযোগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুতুড়ে ভোটার ধরতে জেলায় জেলায় কোর কমিটিও গঠন করেছেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। সেই মন্তব্যের প্রেক্ষিতে এ দিন নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে শুভেন্দু দাবি করেছেন,’তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে নির্বাচন কমিশনারের মতো পদে নিজেদের লোককে বসাচ্ছে বিজেপি। ২০২৩ সালের নতুন আইন অনুযায়ী আপনার নিয়োগ হয়েছে। এই আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত এক জন কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগ প্যানেলে থাকেন। নিরপেক্ষ ব্যবস্থায় আপনার নিয়োগ হয়েছে। এর আগে বয়োজ্যেষ্ঠ নির্বাচন কমিশনারই মুখ্য নির্বাচন কমিশনারের পদ পেতেন। সেই নিয়ম অনুযায়ীও এই পদ আপনারই প্রাপ্য ছিল। রাজীব কুমারের পর আপনিই নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র’।

আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা মিলে ঠিক করেন নির্বাচন কমিশনার। তাছাড়া সচিব পদের কাউকেই নির্বাচন কমিশনার করা হয়। সেই বিষয়টিও সুকৌশলে এড়িয়ে গিয়েছেন মমতা’।

শুভেন্দু আরও বলেন,’নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমস্ত সীমা পার করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। প্রকাশ্যে মিথ্যে অভিযোগ করে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে’।

আরও পড়ুন:- এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন