নারীর ক্ষমতায়ন ও আধুনিক পশ্চিমবঙ্গ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে
জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক সম্মানি ডি-লিট উপাধি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বুধবার কলকাতার ভবানীপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মাননা প্রদান করেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় ডি-লিট সম্মান।
তবে এই সম্মান আজ প্রথম নয়, এর আগেও তিনটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই একই সম্মান পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
ডি.লিট ডিগ্রি আসলে কী, এবং কাদের দেওয়া হয়
ডক্টর অব লেটার্স এবং ডক্টর অব লিটারেচার এ দুটো ডিগ্রিরই সংক্ষিপ্ত রূপ হলো ডি. লিট, এগুলো একাডেমিক ডিগ্রি । যা মানবিক ও সৃজনশীল শিল্পকলায় বা মেধায় মৌলিক অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও পণ্ডিত সমাজ এসব ডিগ্রি প্রদান করে থাকে।
এছাড়াও কিছু কিছু দেশ সংস্কৃতি, মানবতা, শিল্প বা সমাজের জন্য ব্যক্তির কৃতিত্বকে আজীবন স্বীকৃতি দিতে সম্মানসূচক হিসেবে এ ডিগ্রি প্রদান করে থাকে।
ডি.লিট সম্মান পেয়ে গর্বিত বোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তরজা শুরু রাজ্য রাজনীতিতে।














