মশার জ্বালায় অতিষ্ঠ ? শুধু রেখে দিন এসব গাছ, আর ঘরে ঢুকবে না

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষায় মশার উপদ্রব বাড়ে। বাড়ির আনাচেকানাচে জমা জলে মশার বংশবিস্তার ঘটে। বর্ষার সময় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাবও দেখা যায়। তাই বর্ষায় মশার হাত থেকে রেহাই পেতে বাড়তি সাবধানতা নেওয়া প্রয়োজন।

বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ বাড়ে। প্রতি বছরই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা মাথাচাড়া দেয়। তাই এই সময় মশার হাত  থেকে বাঁচতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত।

ঘর থেকে মশা তাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন স্প্রে বা মশা মারার কয়েল ব্যবহার করে থাকেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না। বিশেষজ্ঞদের মতে, ঘরে এমন কিছু গাছ রাখলেই মশার হাত থেকে নিস্তার পাওয়া যাবে। জেনে নিন বিশদে…

* বিশেষজ্ঞদের মতে, মশা তাড়ানোর জন্য তুলসী গাছ দারুণ কার্যকরী। তুলসী গাছ ঘরে রেখে দিলে মশার উপদ্রব কমে। তুলসী গাছের গন্ধ মশা একদম সহ্য করতে পারে না।

* ঘরের জানলা বা বারান্দায় পুদিনা গাছ রাখলে মশলার উপদ্রব কমবে।

* ল্যাভেন্ডার গাছের গন্ধও মশা একদম সহ্য করতে পারে না। তাই ঘরে এই গাছ রাখলে মশা দূর হবে।

* ঘরে রোজমেরি গাছ রাখলেও মশার উপদ্রব কমবে। কারণ এই গাছের গন্ধও মশা সহ্য করতে পারে না।

ঘরের আশপাশে জল জমতে দেবেন না। ঘরে গাছ রাখলে তা নিয়মিত পরিষ্কার করুন। বাড়ির চারপাশে আবর্জনা জমতে দেবেন না। নিয়মিত ঘর পরিষ্কার রাখুন। তা হলে মশার হাত থেকে বাঁচবেন। ঘরে মশার উপদ্রব বেশি হলে মশারি টাঙিয়ে থাকুন।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টানা ছুটি ঘোষণা। আগস্ট মাসের ছুটির তালিকা দেখে নিন।

আরও পড়ুন:- কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে নতুন করে তৈরি হবে, আবার কবে স্বাভাবিক হবে পরিষেবা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন