মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ জয়শংকরের, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ নিয়ে কথা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মস্কোয় গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ (Putin-Jayshankar Meet) করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jayshankar)। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে দীর্ঘ বৈঠকে নানা দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার পর পুতিনের সঙ্গে বৈঠক করেন জয়শংকর। বৈঠকে মূলত  দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের উপর আলোকপাত করা হয়। ভারতের উপর ট্রাম্পের শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য চাপের মধ্যে এদিন এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

লাভারভের সঙ্গে বৈঠকের পর জয়শংকর সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা বিশ্বাস করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলির মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। ভূ-রাজনৈতিক মিল, নেতৃত্বের যোগাযোগ এবং অনুভূতি এর মূল চালিকাশক্তি হিসেবে রয়ে গেছে।’ উল্লেখ্য, ৩ দিনের রাশিয়া সফরে আছেন জয়শংকর। এই সময় তিনি ভারত-রাশিয়া বাণিজ্য বিষয়ক আন্তঃসরকারি কমিশন, ইকোনমিক, সায়েন্টিফিক, টেকনোলজিকাল অ্যান্ড কালচারাল কোঅপারেশন (আইআরআইজিসি-টিইসি)-এর ২৬ তম অধিবেশনের সহ-সভাপতিত্ব করেন এবং মস্কোতে ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামের সভাতেও ভাষণ দেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন