Bangla News Dunia, বাপ্পাদিত্য:-প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। সেই আবহেই রেল বিভিন্ন রেলওয়ে জ়োন মিলিয়ে বহু ট্রেন বাতিল করল। এর মধ্যে শুধু পূর্ব রেলই ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে আপও ডাউন মিলিয়ে প্রায় ১২টি ট্রেন বাতিল করেছে। একই সঙ্গে প্রয়াগরাজ ছুঁয়ে যায়, এমন অন্তত ১৬টি ট্রেন বাতিল করেছে রেল। কারণ হিসেবে ‘অপারেশনাল প্রবলেম’-এর উল্লেখ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। সেইদিন পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। ওই দিন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেই কথা মাথায় রেখেই রেল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে প্রয়াগরাজ ঘিরে আশপাশের বাকি স্টেশনগুলি বন্ধ হচ্ছে না।
নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনে নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল। প্রয়াগরাজ সঙ্গম স্টেশন নর্থ-সেন্ট্রাল রেলওয়ের মধ্যে পড়ে। এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে।
মহাকুম্ভের আগে রেল অতিরিক্ত ৫০০০ ট্রেন ঘোষণা করেছিল। কিন্তু মহাকুম্ভ মেলার শুরু থেকেই প্রবল ভিড় উপচে পড়ছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই অবস্থায় ট্রেন বাতিলের রাস্তায় হাঁটল রেল। যাত্রীদের একাংশের অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে রেল। সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে ভিড়ের কারণেই প্ল্যাটফর্মে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১৮ জন। একাধিক স্টেশনে অতিরিক্ত ভিড়ের জন্য অব্যবস্থার অভিযোগ উঠেছে। ট্রেনগুলির পরিষেবাও লাটে উঠেছে বলে অভিযোগ। এই অবস্থার জন্যই ট্রেন বাতিল করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের। ট্রেন বাতিলের কারণে মহাকুম্ভে যেতে সমস্যা তো হবেই, পাশাপাশি নিজস্ব কাজে যাওয়ার জন্য যাঁরা টিকিট কেটেছিলেন তাঁরাও সমস্যায় পড়লেন।
প্রয়াগরাজ জংশনের উপর দিয়ে যে যে ব্যস্ত লাইনগুলি রয়েছে:
১. হাওড়া-গয়া-দিল্লি
২. হাওড়া-দিল্লি মেন
৩. প্রয়াগরাজ-গোরক্ষপুর মেন লাইন
৪. হাওড়া-প্রয়াগরাজ-মুম্বই লাইন
আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত