মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনা ! ট্রেলারে ধাক্কা বাসের, আহত ১৫

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মহাকুম্ভে (Maha Kumbh 2025) যাওয়ার পথে দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে ধাক্কা মারল মহাকুম্ভগামী বাস। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে কুলটি (Kulti) থানার ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টের কাছে।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি বাস পূর্ব মেদিনীপুরের এগরার পাহাড়পুর থেকে প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে এদিন ডুবুরডিহি চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে বাসটি। ঘটনায় ১৫ জন পুণ্যার্থী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

ঘটনায় আহত দুই যাত্রী সঞ্জয় রায় ও রবীন কর জানান, বাসের ওঠার পর তাঁরা বুঝতে পারেন বাসের চালক ও খালাসি মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁরা দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন। ধীরে চালাতে বলা হলেও সে কথা শোনেননি তাঁরা। রাস্তায় বাসটি দুটি বাইক ও একটি বাসে ধাক্কা মারে। শেষ পর্যন্ত ব্রেক ফেল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। পুলিশের তরফে জানানো হয়েছে, বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন