Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিরোধীদের বিরুদ্ধে সমাজকে বিভক্ত করার চেষ্টা করার অভিযোগ তোলেন। বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভ মেলা নিয়ে বেশ কয়েকজন বিরোধী নেতা নানা মন্তব্য করেছেন। তারই জবাব দিয়েছেন মোদী। মধ্যপ্রদেশের ছত্তারপুরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের দাস মানসিকতা রয়েছেন বলে দাবি করেন। বলেন, ‘যারা বিশ্বাস এবং সাংস্কৃতিক চর্চাকে উপহাস করেন তাঁদের দাস মানসিকতা রয়েছে, তাঁরা ভারতের ধর্মীয় ঐতিহ্যকে ক্ষুণ্ন করেন।’
কোনও নাম না নিয়ে মোদী বলেন, ‘আজকাল, আমরা দেখতে পাচ্ছি যে একদল নেতা আছে যারা ধর্মকে উপহাস করেন। মানুষকে বিভক্ত করতে লিপ্ত এবং অনেক সময় বিদেশি শক্তিরাও এই লোকদের সমর্থন করে দেশ ও ধর্মকে দুর্বল করার চেষ্টা করে। তাঁদের এজেন্ডা সামাজিক ঐক্যকে বিঘ্নিত করা। তারা এমন একটি ধর্ম ও সংস্কৃতিকে আক্রমণ করার সাহস করে যেটি প্রকৃতিতে সর্বদা প্রগতিশীল। আমাদের সমাজকে বিভক্ত করা এবং এর ঐক্য ভঙ্গ করা তাঁদের উদ্দেশ্য।’
আরও পড়ুন:- ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
মহাকুম্ভ মেলার ব্যবস্থা নিয়ে অনেক বিরোধী নেতা নেত্রী নানা প্রশ্ন তুলেছেন। তার মধ্যে অন্যতম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি প্রয়াগরাজ এবং নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনার কথা উল্লেখ করে মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে অভিহিত করেন।
সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও মহাকুম্ভের ব্যাপ্তি এবং ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে পদপিষ্ট হয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যসভার সাংসদ এবং এসপি নেতা জয়া বচ্চন অভিযোগ করেছেন যে মৃতদেহগুলি গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:- বাংলায় কি শীঘ্রই এনআরসি? কি বললেন শুভেন্দু , জানুন
আরও পড়ুন:- 8 মার্চ প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থাকবে 7 মহিলার হাতে! নেপথ্যে কি কারণ জানুন