মহাবিপাকে পাকিস্তান ! আবার FATF এর ধূসর তালিকায় তারা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহাবিপাকে পাকিস্তান ! ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স  আবারও একবার পাকিস্তানকে তাদের ধূসর তালিকায় ফেলে দিয়ে ইমরান খানের দেশকে বড়সড় ঝটকা দিল। সেখানে ৩৯ টি দেশের মধ্যে ৩৮ টি দেশই পাকিস্তানকে বুড়ো আঙুল দেখিয়ে বিপক্ষে গেছে। শুধু এক মাত্র তুরস্কই পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বের করার জন্য সাহায্যের চেষ্টা করেছে। পাকিস্তান আর তুরস্কের মধ্যে বন্ধুত্বের আসল কারণ হল ইসলামিক। তুরস্ক পাকিস্তানকে সাথে নিয়ে ইসলামিক দুনিয়াতে সৌদি আরবের জায়গা নিতে চাইছে।

India -chin-and-pakistan

মধ্য-প্রাচ্যে গবেষণা করা এক বিশেষজ্ঞ জানান, ইরাক ও সিরিয়া থেকে লিবিয়া আর আজারবাইজানে তুর্কি নানা সমস্যা সৃষ্টি করতে চাইছে। তুর্কি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ইসলামিক বিদ্রোহীদের এক ভাবে সংগঠিত করে বিশ্বের বিভিন্ন অংশে হিংসা, অস্থিরতা আর অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর আগে পাকিস্তানকে ২০১৮ এর জুন মাসে ধূসর তালিকায় ফেলেছে। সন্ত্রাসবাদী সংগঠন গুলোকে আর্থিক মদত দেওয়ার থেকে আটকাতে ২৭ টি বিন্দুতে কার্যকালে ২০১৯ এর মধ্যে লাগু করার নির্দেশ দিয়েছিল। পাকিস্তান সেই কাজে ব্যর্থ হওয়ার পরেও করোনা মহামারীর কারণে এই মেয়াদ বাড়িয়েছিল FATF।

আরো পড়ুন :- চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদী সরকারের ! জারি নতুন নিষেধাজ্ঞা

প্রসঙ্গত ভারত গোটা বিশ্বের সামনে পাকিস্তানের আসল মুখোশ খুলে দিয়ে বলেছিল যে, ২৭ টি বিন্দুর মধ্যে শুধু ২১ টি বিন্দুতেও কাজ করেছে ইমরানের দেশ। আর সেখানে এখনো সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং আর্থিক সাহাজ্য করা হয়। ফলে ফের মহা ফাঁসে পড়ে গেছে পাকিস্তান।

Highlights

1. মহাবিপাকে পাকিস্তান !

2. আবার FATF এর ধূসর তালিকায় তারা 

#FATF #PAK

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন