Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু ধর্মে দুটি তত্ত্ব রয়েছে মহালয়ায় তর্পণ শুরুর ইতিহাস হিসেবে। একটি হল রামায়ণ অনুযায়ী তত্ত্ব। আরেকটি হল মহাভারত অনুযায়ী তত্ত্ব ৷ রামায়ণ অনুযায়ী, ভগবান শ্রীরাম যুদ্ধ জয়ের জন্য বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দূর্গার অকাল বোধন করেছিলেন। শাস্ত্রমতে যেহেতু যেকোনও শুভ কাজ শুরুর আগে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয় ৷ তাই শ্রীরামও এই মহালয়ার শুভক্ষণে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। সেই থেকেই শুরু হয় তর্পণ। যার কারণেই এই মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
অন্যদিকে মহাভারত অনুযায়ী, জীবদ্দশায় কুন্তি পুত্র কর্ণ বহু স্বর্ণ, রত্ন দান করেছেন কিন্তু নিজের পিতৃপুরুষ সম্পর্কে অবহিত না থাকায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি কখনও খাদ্য, জল দান করেননি। তাই কর্ণের পরোলোক গমনের পর দেবরাজ ইন্দ্র তাঁকে স্বর্ণ, রত্ন খাদ্য হিসেবে দান করেন। এই কারণে কর্ণকে ১৬ দিনের জন্য মর্ত্যে ফিরে পিতৃলোকের জন্য খাদ্য, জল দান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত এবং এই তত্ত্ব থেকেই তর্পণের ধারণা প্রবর্তিত হয়েছে। এমনটাই মহাভারত অনুযায়ী জানা যায়। তবে বিদ্য ব্যাক্তিরা দুই তত্বকেই সত্য বলে মনে করেন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )