মহাশিবরাত্রিতে ভগবান শিবকে এই দুটি জিনিস দিয়ে পুজো করবেন না।

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আজ ১১ মার্চ ২০২১ সারা দেশ জুড়ে মহাশিবরাত্রি পালন করা হচ্ছে। বিভিন্ন মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালতে ব্যাস্ত তার ভক্তেরা। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ধুমধাম করে পালন করা হয়। প্রচলিত আছে যে আজকের তিথিতে মহাদেবের সাথে মাতা পার্বতীর বিয়ে হয়েছিল।

আরো পড়ুন :- দাম্পত্য জীবনে প্রেম ও সুখ – শান্তি বজায় রাখতে পালন করুন বাস্তুর এই নিয়ম গুলি

শিব ভক্তদের জন্য এই দিনটি খুবই বড় উৎসবের দিন। তারা মহাদেবকে সন্তুষ্ট রাখবার জন্য মহাদের মাথায় দুধ , জল , বেলপাতা ধুতরা ফুল অর্পণ করে থাকেন। তবে অনেকেই জানেন না যে শিব পুজোয় তুলসী পাতা ও কেতকী ফুল একেবারেই নিষিদ্ব।

niladri misra

তুলসী কেন নিষিদ্ব :-

পুরান মতে , তুলসীর নাম ছিল বৃন্দা। তিনি জলন্ধর নামক এক রাক্ষসের স্ত্রী ছিলেন। সেই রাক্ষস বৃন্দার ( তুলসী ) উপর খুবই অত্যাচার করতো। তখন জলন্ধরকে শিক্ষা দেবার জন্য ভগবান শিব বিষ্ণুকে অনুরোধ করেন। তার পর বিষ্ণু কৌশল করে বৃন্দার পতিব্রতা ধর্ম ভঙ্গ করেন। পরে বৃন্দা এই কথা জানতে পেরে বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি পাথর হয়ে যাবেন।

তখন ভগবান বিষ্ণু বৃন্দাকে বলেন যে আমি তোমাকে জলন্ধরের হাত থেকে রক্ষা করেছি। এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি কাঠ হয়ে যাবে। এই অভিশাপের পরেই বৃন্দা তুলসী গাছে পরিণত হয়। এই তুলসীর মালা মানুষ গলায় ধারণ করেন।

আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন