মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী বিশেষ ভাবে করুন মহাদেবের আরাধনা ! পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

shiv

Bangla News Dunia, Pallab : ২৬ ফেব্রুয়ারি বুধবার পালিত হবে এই বছরের মহাশিবরাত্রির ব্রত। অনেকের মতে এই দিনে বিয়ে হয়েছিল শিব পার্বতীর। মহাশিবরাত্রিতে কুম্ভ রাশিতে বুধ, সূর্য ও শনির ত্রিগ্রহী যোগ থাকবে। ৩০ বছর পর বিরল এই যোগের কারণে এই বছরের মহাশিবরাত্রির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। তার ওপর মহাশিবরাত্রিতেই শেষ পূণ্যস্নানের মধ্যে দিয়ে অবসান হবে ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের। জেনে নিন বিভিন্ন রাশির জাতকরা এ দিন কে কী ভাবে শিব-পার্বতীর আরাধনা করবেন।

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

মেষ রাশি

গুড়ের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর লাল পেড়া, লাল চন্দন ও করবী ফুল দিয়ে মহাদেব ও পার্বতীর পুজো করুন মেষ রাশির জাতকরা।

বৃষ রাশি

দই দিয়ে প্রথমে শিবলিঙ্গের অভিষেক করে তারপর চিনি, চাল, সাদা চন্দন ও সাদা ফুল দিয়ে মহাশিবরাত্রির পুজো করুন বৃষ রাশির জাতকরা।

মিথুন রাশি

মিথুনের জাতকরা মহাশিবরাত্রিতে প্রথমে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর সবুজ ডাল, দুর্বা ঘাস ও কুশ দিয়ে আরাধনা করুন।

কর্কট রাশি

ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে কর্কট রাশির জাতকদের। তারপর চাল, কাঁচা দুধ, সাদা আকন্দ ফুল এবং সাদা অপরাজিতা দিয়ে পুজো করুন।

সিংহ রাশি

আপনি সিংহ রাশির জাতক হলে মহাশিবরাত্রিতে গুড়ের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। গুড় দিয়ে তৈরি ক্ষীর, চাল ও মাদার ফুল দিয়ে শিব পার্বতীর পুজো করুন।

কন্যা রাশি

মহাশিবরাত্রিতে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করার পর ভাং, দুর্বা, মুগ ডাল এবং বেলপাতা দিয়ে পুজো করুন কন্যা রাশির জাতকরা।

তুলা রাশি

কোনও সুগন্ধী তেল বা পারফিউম দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং তারপর দই, মধু, শ্রীখণ্ড এবং সাদা ফুল দিয়ে আরাধনা করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। লাল মিষ্টি ও লাল ফুল দিয়ে মহাশিবরাত্রির পুজো সারুন আপনি।

ধনু রাশি

হলুদ মেশানো জল দিয়ে আগে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। এরপর জাফরান, বেসনের তৈরি মিষ্টি এবং গাঁদা ফুল দিয়ে শিব পার্বতীর পুজো করুন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

মকর রাশি

মকর রাশির জাতকদের নারকেলের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। মহাদেবের পুজোয় আপনি নিবেদন করুন ডালের তৈরি মিষ্টি এবং নীল পদ্ম।

কুম্ভ রাশি

আপনি কুম্ভ রাশির জাতক হলে মহাশিবরাত্রিতে তিলের তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এর পর ডালের মিষ্টি ও শমী ফুল দিয়ে পুজো করুন।

মীন রাশি

মীন রাশির জাতকদের জাফরান মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। এরপর দই মাখা ভাত দিয়ে নৈবেদ্য দিন। হলুদ সর্ষে ও নাগ কেশরের ফুল নিবেদন করুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন