Bangla News Dunia, Pallab: বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শুভাংশুদের। মহাকাশযানের ক্যাপসুলের ভেতর ইতিমধ্যেই ঢুকে পড়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ অন্যান্য মহাকাশচারীরা। প্রায় ৩ সপ্তাহ মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর পথে ফেরার জন্য প্রস্তুত অ্যাক্সিয়ম-৪ মিশনের ক্রু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সফলভাবে আনডক করেছে ‘ড্রাগন’ মহাকাশযান। নির্ধারিত সময়ের একটু পরে ৪ টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান। পৃথিবীতে পৌঁছাতে তাঁদের আরও ২২ ঘন্টা সময় লাগবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন
Ax-4 Mission | Undocking https://t.co/9GBaHvpaAa
— Axiom Space (@Axiom_Space) July 14, 2025
এই প্রসঙ্গে হিউস্টন-ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস ঘোষণা করেছে যে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮টি ঘটনাবহুল দিন কাটানোর পর, অ্যাক্সিওম মিশন ৪ (অ্যাক্স-৪) ক্রুরা তাঁদের বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। কমান্ডার পেগি হুইটসন, পাইলট শুভাংশু শুক্লা, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানানস্কি-উইসনিউস্কি এবং টিবর কাপু পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুত। জানা গিয়েছে, অ্যাক্সিয়ম-৪ মিশনের ক্রুরা ১৫ জুলাই বিকেল ৩ টার(ভারতীয় সময়) দিকে পৃথিবীতে ফিরে আসবেন। ক্যালিফর্নিয়ার উপকূলের কাছে টেরাফির্মায় অবতরণ করবেন তাঁরা।
প্রসঙ্গত, এই মিশনটি ‘আকাশ গঙ্গা’ নামেও পরিচিত যা অ্যাক্সিওম স্পেস ইনকর্পোরেটেড, নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র একটি যৌথ সহযোগিতামূলক প্রচেষ্টা। ভারতীয় মহাকশ গবেষণার ক্ষেত্রে এই মিশনটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মাস্ক-ট্রাম্প সংঘাত চরমে উঠল, আমেরিকা থেকে মাস্ককে তাড়ানোর হুমকি ট্রাম্পের














