Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম মহিলা সম্মান সার্টিফিকেট (Mahila Sanman Certificate). আমরা সকলেই জানি পোস্ট অফিস প্রায়শই সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প (Post Office Scheme) এনে হাজির করে। যে প্রকল্পগুলি আখেরে সাধারণ মানুষকে লাভ দেয়। পাশাপাশি, মহিলাদের জন্য পোস্ট অফিস চালু করেছে এক বিশেষ প্রকল্প। আজকের প্রতিবেদনে রইল সেই বিশেষ স্কিমের বিবরণ।
What is Mahila Sanman Certificate?
মহিলারা বর্তমানে নিজেদের সঞ্চয় নিয়ে বেশ চিন্তিত। টাকা জমিয়ে দ্বিগুণ লাভ পেতে চান। আর তার জন্য পোস্ট অফিসের নতুন প্রকল্প অবশ্যই ভালো বিকল্প। আলোচনা করা হচ্ছে মহিলা সম্মান সার্টিফিকেট (Mahila Sanman Certificate) সম্পর্কে। যার সুবিধা পাওয়া যায় পোস্ট অফিস থেকেই।
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
পোস্ট অফিসের এই প্রকল্পের সুবিধা কী কী?
এই প্রকল্পটি মূলত কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে চালু করা। মহিলা সম্মান সার্টিফিকেট মহিলাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। মহিলারা ৩১ মার্চের মধ্যে প্রকল্পের সুবিধা নিতে পারেন। এর দ্বারা তাঁরা বিশেষভাবে লাভবান হবেন।
পোস্ট অফিসের এই প্রকল্পে মাসে মাত্র ১ হাজার টাকা থেকে রাখতে পারেন। তবে চাইলে মাসে ২ লক্ষ টাকা পর্যন্তও রাখা যায়। এখানে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ করে। এই টাকা প্রতি মাসে মাসে দিতে পারবেন। আবার তিনমাস অন্তর দিতে পারেন। ছমাস অন্তর টাকা দেওয়ারও সুবিধা আছে। মহিলারা চাইলে বছরে একবার টাকা দিতে পারেন।
কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন?
এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দেশের সমস্ত পোস্ট অফিস থেকেই। অতএব আবেদন জমা করার জন্য ভিজিট করুন আপনার নিকটবর্তী পোস্ট অফিসে। সেখানে গিয়ে আবেদনপত্র ফিল আপ করে জমা দেবেন। সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিন। সরাসরি সেখান থেকেই আবেদন জমা করা যাবে।
উপসংহার: পোস্ট অফিসের এই প্রকল্পে বহু মানুষ বিনিয়োগ করে উপকৃত হয়েছেন। তাই আজকের প্রতিবেদনে এর উল্লেখ করা হলো। তবে এখানে অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত শর্তাবলী দেখে নেবেন। তবেই টাকা বিনিয়োগ করুন। এই বিষয়ে আরও ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইট অথবা পোস্ট অফিসে ভিজিট করে পেয়ে যাবেন।