মহিলাদের জন্য বড় সুখবর ! SBI যা দিচ্ছে জানলে চমকে উঠবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

sbi bank

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ের মহিলাদের স্বনির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান এমন অনেক মহিলা রয়েছেন, যারা শুধুমাত্র পর্যাপ্ত মূলধনের অভাবে পিছিয়ে পড়েন। এবার সেই সমস্যা দূর করতে বড় ঘোষণা করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ক মহিলাদের জন্য অস্মিতা নামের এক বিশেষ ঋণ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে বিনা গ্যারান্টিতে মহিলারা লোন নিতে পারবে।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

কী এই অস্মিতা প্রকল্প?

ভারতীয় স্টেট ব্যাঙ্ক আন্তর্জাতিক নারী দিবসের আগে এই নতুন ঋণ সুবিধার ঘোষণা করেছে। স্টেট ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন,মহিলা নেতৃত্বাধীন মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পগুলি এই প্রকল্পের আওতায় দ্রুত এবং সহজ শর্তে ঋণ পাবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মহিলাদেরকে অর্থনৈতিক স্বনির্ভরতা দেওয়া এবং নতুন ব্যবসা গড়ে তুলতে সাহায্য করা। 

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এই প্রকল্পকে প্রযুক্তিগত উন্নয়ন এবং সামাজিক ক্ষমতার প্রতীক হিসেবেই চিহ্নিত করেছেন। কারণ এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলাদের আর্থিক সহায়তাই দেওয়া হবে না, বরং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে।

কেন গুরুত্বপূর্ণ এই নতুন লোন প্রকল্প?

বর্তমান সময়ে মহিলাদের জন্য বিশেষ ঋণ খুবই সীমিত। অনেক ক্ষেত্রে গ্যারান্টির অভাবে অনেক মহিলা ঋণ পান না। তবে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই নতুন উদ্যোগে কোন গ্যারান্টি প্রয়োজন হবে না।

পাশাপাশি এখানে সুদের হারও সীমিত, যাতে সহজেই ঋণ পরিশোধ করা যায়। এই প্রকল্পের ফলে দেশের হাজার হাজার মহিলা ব্যবসায়ী নতুন উদ্যোগ শুরু করতে পারবেন এবং তারা ব্যবসাকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। 

মহিলাদের জন্য আরো এক নতুন সুবিধা

ভারতীয় স্টেট ব্যাঙ্ক শুধুমাত্র ঋণ প্রকল্প নয়, RuPay দ্বারা চালিত “নারী শক্তি” প্ল্যাটিনাম ডেবিট কার্ড চালু করেছে মহিলাদের জন্যে। এই কার্ড বিশেষভাবে মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে থাকছে একাধিক ছাড় এবং বিশেষ সুবিধা। এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, বিল পেমেন্ট এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন সহজে মেটানো যাবে। 

অন্যদিকে ব্যাঙ্ক অফ বরোদা মহিলাদের জন্য BOB গ্লোবাল উইমেন NRE এবং NRO সেভিংস অ্যাকাউন্ট প্রকল্প চালু করেছে, যেখানে থাকবে বেশি সুদ, হোম লোন এবং লোনে কর ছাড়ের সুবিধা। 

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন