মহিলাদের জন্য সেরা সরকারি প্রকল্প ২০২৫। আবেদন করলেই পাবেন ১১০০০ টাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নারীদের ক্ষমতায়নের বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্প গুলির মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হতে পেরেছে। আজকে এই প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সূচনা করা যে প্রকল্প গুলো নারী শক্তিকে জাগরণের জন্য সূচনা করা হয়েছে, সেই গুলো সম্পর্কে আলোচনা করা হলো। এই প্রকল্প গুলোর মাধ্যমে নারীরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে।

নারীদের ক্ষমতায়নের জন্য ২০২৫ সালের নতুন সরকারি প্রকল্প

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এছাড়া ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিল্লি সরকার নারীদের জন্য আরও একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন। আজকের এই প্রতিবেদনে মহিলাদের জন্য পরিচালিত ছয়টি সরকারি প্রকল্প সম্পর্কে আলোচনা করা হবে। যাতে সকলেই নিজেদের সুবিধা অনুসারে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

Govt Scheme for Women

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা :- কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখ যোগ্য প্রকল্প হল এটি। দেশে যে সমস্ত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য বিনামূল্যে LPG সংযোগ করে দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেকটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করার সুযোগ পায়। ধোঁয়া মুক্ত পরিবেশ করার জন্য এবং প্রত্যেকটি মহিলার কাজকে আরো সহজ করে দেওয়ার জন্য এই প্রকল্প মহিলাদের জন্য একটি অভিনয় প্রকল্প হিসেবে সাড়া ফেলেছে। বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার জন্য প্রতি বছর ১২ টি ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়।

২০২৫ সালে নারীদের জন্য সেরা ভাতা ও অনুদান প্রকল্প

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্প :- গর্ভবতী মহিলাদের জন্যই এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা প্রথমবার প্রসব করলে তাঁর নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যেই পরিবারে বাচ্চা প্রসব হওয়ার পরে প্রসবকারী মহিলার সঠিক যত্ন ও পরিচর্যা করা হয় না। অনেক ক্ষেত্রে আর্থিক অসঙ্গতি এর জন্য দায়ী হয়ে ওঠে। সরকারি প্রকল্প মাধ্যমে প্রসবকারী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় যেই অর্থ দিয়ে তিনি তার শরীরের যত্ন নিতে পারে। এই প্রকল্পের আওতাল মোট ১১ হাজার টাকা সাহায্য করা হয়। তিনটি কিস্তিতে টাকা প্রদান করা হয়। গর্ভাবস্থায় প্রথম কিস্তিতে ৩ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা এবং বাদবাকি টাকা সন্তান জন্মের পর দেওয়া হয়।

ভারতের মহিলাদের জন্য নতুন সরকারি পরিকল্পনা ও সুবিধা

সুকন্যা সমৃদ্ধি যোজনা :- সরকারি প্রকল্প সূচনা করা হয়েছে মেয়েদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে একজন বাবা বা মা তাদের কন্যা সন্তানের জন্য একটি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। একাউন্টের মাধ্যমে একজন অভিভাবক তার কন্যা সন্তানের জন্য ২১ বছর পর্যন্ত টাকা জমাতে পারবেন। ১০ বছর বয়স পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যায়। এই অ্যাকাউন্টে অভিভাবকরা সর্বনিম্ন হাজার টাকা এবং সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত জমা করার সুযোগ পাবেন। বিনিয়োগের অর্থের উপর ৮.২ শতাংশ সুদ দেওয়া হবে। ২১ বছর পর্যন্ত বিনিয়োগ করা এবং সুদ সমেত যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ একজন অভিভাবক কন্যার পড়াশোনার জন্য এবং বিয়ে সংক্রান্ত ব্যাপারেও খরচ করতে পারবেন।

মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা :- এই প্রকল্প সূচনা করা হয়েছে বিপিএল পরিবারের মেয়েদের বিয়ের জন্য। এই প্রকল্পের অধীনে একজন মেয়ের বিয়ের সময় সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা বিবাহযোগ্য মেয়ের মা বাবার একাউন্টে জমা করা হয়। এই প্রকল্পের আবেদনের জন্য একজন অভিভাবকের পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৬০ হাজার টাকা।

মহিলাদের জন্য ২০২৫ সালের সেরা সরকারি সুবিধা ও প্রকল্প

বেটি বাঁচাও বেটি পড়াও :- ২০১৫ সালের ২২ শে জানুয়ারি এই প্রকল্প সূচনা হয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন অনেক পরিবার রয়েছে যারা কন্যা সন্তানকে শিক্ষিত করার চাইতে তাদেরকে গৃহকর্মের কাজ থেকে শুরু করে বিয়ে দিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করেন। কন্যাদেরও যে শিক্ষিত হওয়ার দরকার রয়েছে এই তথ্যকে অর্থাৎ মেয়েদের শিক্ষার ওপর জোর দেওয়ার জন্যই এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নারী শক্তিকে জাগরিত করা এবং নারীদের শিক্ষিত করার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন যার মাধ্যমে তারা পড়াশোনা করার সুযোগ পান।

মহিলা সম্মান প্রকল্প :- এই প্রকল্পটি নতুন সূচনা করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিল্লি সরকার মহিলাদের জন্য এই প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পের আওতায় প্রতিমাসে মহিলাদের জন্য ২৫০০ টাকা অনুদান প্রদান করা হবে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ ই ফেব্রুয়ারি থেকে। উপরে যে ছয়টি প্রকল্পের সম্পর্কে তথ্য দেওয়া হল এই সব কটি প্রকল্পই মহিলাদের জন্যই সূচনা করা হয়েছে।

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন