মহিলারা পাবেন মাসিক ৭০০০ টাকা ! LIC-র এই স্কিম দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় জীবন বিমা নিগম (LIC) ভারতের একটি সরকারি জীবন বিমা কোম্পানি।  বর্তমানে LIC বিশ্বের অন্যতম বৃহত্তম জীবন বিমা কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। LIC ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের জীবন বিমা পলিসি প্রদান করে থাকে, যেমন- এক্সিডেন্টাল, স্বাস্থ্য, এবং পেনশন স্কিম। বর্তমানে ভারতীয় জীবন বিমা নিগম নতুন এক প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে মহিলাদের মাসিক ৭০০০ টাকা প্রদান করা হবে। ভারতবর্ষের সকল মহিলা প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – প্রকল্পের নাম, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

বিমা সখী প্রকল্প:

এলআইসি তরফ থেকে দেশের মহিলা প্রার্থীদের জন্য যে নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে তার নাম হল বীমা সখী যোজন। এই প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ মহিলাদের এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। এই মহিলারাই এজেন্ট হিসেবে কিছু কাজের মাধ্যমে মাসিক ৭০০০ টাকা উপার্জন করতে পারছে। বর্তমানে এই প্রকল্পের লক্ষ্য এক বছরের মধ্যে ১০০,০০০ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা। এই প্রকল্পের অধীনে মহিলারা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতা এবং বিমা বিক্রির উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। ভাতার কাঠামো নিম্নরূপ প্রথম বছর প্রতি মাসে বীমা সখী মাসিক ৭,০০০ টাকা পাবেন। দ্বিতীয় বছর প্রতি মাসে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ৫,০০০ টাকা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

বীমা সখি যোজনায় শুধুমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবে। আবেদনের ক্ষেত্রে উক্ত মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। এলআইসি এজেন্ট অথবা তার নিকট আত্মীয়রা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন