Bangla News Dunia, Pallab : ভারতীয় জীবন বিমা নিগম (LIC) সম্প্রতি মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে, যার নাম বীমা সখী যোজনা। এই প্রকল্পের আওতায় মহিলারা LIC এর এজেন্ট (LIC Agent) হিসেবে কাজ করে মাসিক ৭০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। LIC এর এই উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
স্কিমের আওতায় কত টাকা উপার্জন সম্ভব?
এই প্রকল্পে অন্তর্ভুক্ত মহিলারা প্রথম বছর প্রতি মাসে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছর ৬,০০০ টাকা এবং তৃতীয় বছর ৫,০০০ টাকা মাসিক ভাতা হিসেবে পাবেন। এছাড়াও, বিমা বিক্রির উপর নির্দিষ্ট কমিশনও প্রদান করা হবে।
বীমা সখী যোজনার মূল বৈশিষ্ট্য:
- প্রথম বছর: প্রতি মাসে ৭০০০ টাকা ভাতা।
- দ্বিতীয় বছর: প্রতি মাসে ৬০০০ টাকা ভাতা।
- তৃতীয় বছর: প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা।
- বিমা বিক্রির কমিশন অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।
- গ্রামীণ মহিলাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।
- তিন বছরের জন্য নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা।
কোন কোন মহিলা আবেদন করতে পারবেন?
- শুধুমাত্র ভারতীয় মহিলা নাগরিকরাই আবেদন করতে পারবেন।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- LIC-এর বর্তমান এজেন্ট এবং তাদের নিকট আত্মীয়রা আবেদন করতে পারবেন না।