Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রায় দু’মাস ধরে জলঘোলার পর জল্পনার অবসান ঘটল । মহিলা নেত্রীকে কুরুচিকর বার্তা দেওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করল আলিমুদ্দিন স্ট্রিট ।
সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সংশোধনের চেষ্টা করার পরেও সংশোধিত না হওয়ায়, পার্টির রাজ্য কমিটির আইসিসি’র সুপারিশক্রমে গুরুতর নৈতিক অবক্ষয়ের কারণে সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হল ।
অভিযোগ, মুর্শিদাবাদের এক মহিলা সাংবাদিক তথা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলরকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে কুরুচিকর বার্তা পাঠান বংশগোপাল চৌধুরী ৷ এক বা দু’দিন নয়, এই বার্তা বেশ কয়েকদিন ধরে টানা চলতে থাকে বলে অভিযোগ । এই নিয়ে গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে রাজ্য সম্মেলন পর্বে আলোচনা শুরু হয়েছিল । কিন্তু, তখনও পর্যন্ত বংশগোপাল চৌধুরীর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েনি ।
গত 20 এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কৃষক, ক্ষেতমজুর-সহ সিপিএমের চারটি গণ সংগঠনের ডাকে জমায়েত ছিল ৷ ব্রিগেডের সেই জনসমাবেশের ছবি সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করতে থাকে ৷ এরপরেই বংশগোপাল চৌধুরীর সেই কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে নানা সামাজিক মাধ্যমে ।
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী সোশাল মিডিয়ায় বংশগোপাল-সহ সিপিএমকে নিশানা করেন । তিনি লেখেন, “বংশগোপালদের বংশ এমনি এমনিই ধ্বংস হয়নি, এত নারীদের অভিশাপ যাবে কোথায় ? আগে ফাঁকা অফিসে লেনিন শেখানো হত, এখন দলই নেই, তাই দলীয় অফিসের বদলে ফাঁকা ফ্ল্যাটই ভরসা । সুশান্ত ঘোষ থেকে বংশগোপাল ভায়া যুব নেতারা, সবাই তো সমান দেখছি ।”
প্রসঙ্গত, নারীঘটিত ঘটনা নিয়ে আলিমুদ্দিনের কোপে পড়েছেন এমন সিপিএম নেতার সংখ্যা নেহাত কম নয় । মাস ছ’য়েক আগে এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয় । কয়েকদিন আগে সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটির সম্মেলন শেষে সদ্য নির্বাচিত এক পদাধিকারীর বিরুদ্ধে আর এক মহিলা কর্মী সামাজিক মাধ্যমে হেনস্তার অভিযোগ তোলেন ।
একইরকমভাবে সিপিএম কলকাতা জেলা কমিটির আর এক সিটু নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে হেনস্তার অভিযোগ তোলা হয় । সূত্রের খবর, ধারাবাহিকভাবে সিপিএমের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছে আলিমুদ্দিন স্ট্রিট । যে কারণে যখনই অভিযোগ আসুক, তা সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ইন্টারনাল কমপ্লেন কমিটির রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করছে আলিমুদ্দিন স্ট্রিট ।
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন