মাইনে বাড়ল বাস ড্রাইভারদের, কবে থেকে, কত টাকা করে পাবেন? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উৎসবের মরসুমে সরকারি বাসের চালকদের জন্য সুখবর। বাড়তে চলেছে বেতন। হঠাৎ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের অস্থায়ী বাসচালকদের বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। প্রায় দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাসচালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দীর্ঘ দিনের দাবি পূরণ হল।

আট বছর পর বাড়ল বেতন
২০১৭ সালে চুক্তি ভিত্তিক বাসচালকদের শেষ বারের মত বেতন বাড়ানো হয়েছিল। তবে থেকে আর বাড়েনি। তবে ২০২৫ সালে ফের তাঁদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। ড্রাইভার পদে এতদিন বাস ড্রাইভারদের বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। এবার তা বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। জানা গিয়েছে, চাকরির ২০ বছর মেয়াদের মধ্যে সর্বোচ্চ আত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে। কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে ড্রাইভারদের বেতন বৃদ্ধি স্থির করেছে নবান্ন।

আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন

কন্ডাক্টরদেরও বেতন বৃদ্ধি হতে পারে
সূত্রের খবর, একইভাবে সরকারি বাসের কন্ডাক্টরদের জন্যও বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি এখনও।

মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই শুরু হয় কাজ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এক প্রশসানিক সভায় তীব্র ভৎসনা করে বলেছিলেন- রাস্তায় সরকারি বাসের সংখ্যা এত কম কেন? ঠিক টাইমে বাস না আসায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এরপরেই রাস্তায় নামেন পরিবহনমন্ত্রী। তারপরেই সরকারি বাস চালকদের মাইনে বাড়ানোর বিষয়টির ওপর নজর দেন।

কবে থেকে বর্ধিত বেতন পাবেন বাস চালকরা?
জানা যাচ্ছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকেই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন বাস ড্রাইভাররা। মার্চের বেতনের সঙ্গে তিন মাসের এরিয়ারও হাতে আসবে। ফলে বিরাট খবর রাজ্য সরকারের বাস চালকদের।

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন