মাওবাদী হওয়ার হুঁশিয়ারি ! বিস্ফোরক চাকরি হারানো শিক্ষকরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ssc , job , andolon, chakri

Bangla News Dunia, Pallab : সুপ্রিম কোর্টের রায়ের পরেই দিশেহারা চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীরা। চাকরি ফিরে না পেলে দু’দিনের মধ্যে মাওবাদী হওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁদের মুখে। কেউ আবার জঙ্গি সংগঠনে যোগ দিয়ে কলম ছেড়ে হাতে বোমা তুলে নেওয়ার কোথাও শোনালেন। বুধবার ঝাড়গ্রামের ডিআই অফিসে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

ঝাড়গ্রামের চাকরিহারা শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা একত্রিত হয়ে শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল করে ডিআই অফিসের পৌঁছন। পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। ডিআই অফিস চলাকালীন বাইরে থেকে তালা ঝুলিয়ে গলায় প্রতীকী ওএমআর শিট ও প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

যদিও ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় তখন অফিসে ছিলেন না। ডিআই অফিসের বাইরেই থাকায় অফিসের বাইরেই প্রায় দু’ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা। ডিআই ফিরলে তাঁর হাতে বেতন চালু রাখা, চাকরি ফেরানোর দাবি-সহ একাধিক বিষয়কে সামনে রেখে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর মাঝেই এক চাকরিহারা শিক্ষক হুঁশিয়ারি দিয়ে বলে ওঠেন, ‘ছেলেগুলো অনেক কষ্ট করে হাতে কলম তুলেছিল। তাঁদের হাতে বন্দুক তুলে নিতে বাধ্য করবেন না। এই এলাকার ছেলেমেয়েদের মাওবাদী হতে কোনও সময় লাগবে না। দু’দিনে হয়ে যাবে। আমরা এটা চাই না। আমরা কলম ধরতে চাই, বন্দুক না।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন