মাকে খুন করল ছেলে? অভিজাত আবাসনে মারাত্মক ঘটনা ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাকে ছুরিকাঘাতে খুন করল ছেলে। রাজারহাট বেদিক ভিলেজের এক অভিজাত আবাসনের ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সৌমিক মজুমদার নামের ওই যুবক। বাড়িতে অশান্তিও হত। বৃহস্পতিবার রাতে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে মাকে খুন করে যুবক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বহুতল আবাসনের ঘরে প্রবেশ করে হতবাক হয়ে যান দুঁদে পুলিশকর্মীরাও। দেখেন গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে। মৃত দেবযানী মজুমদারের(৫৮) দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। খুনে ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, কয়েক বছর আগে কাজ হারিয়েছিল ওই যুবক। তারপর থেকে বাড়িতেই থাকত। সম্ভবত মানসিক অবসাদে ভুগত।

উল্লেখ্য, গত ১৮ মার্চ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি চাবাগানেও এই ধরনের ঘটনা ঘটে। সেখানে রহস্যজনকভাবে মৃত্যু হয় মায়ের। দেহ ফেলে রেখেই পাশের ঘরে থাকছিল বছর ৩০-এর ছেলে। স্থানীয়রা জানায়, প্রায়শই মা ও ছেলের মধ্যে বচসা লেগে থাকত। হঠাৎ ২ দিন সব চুপ হয়ে যায়। দুর্গন্ধ আসতে দেখে স্থানীয়রা বাড়িতে গেলে গোটা ঘটনাটি সামনে আসে। অভিযুক্ত যুবক আবির তিরকিকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে নতুন গ্রাম পঞ্চায়েত অ্যাপ চালু। দারুণ সুবিধা পাবেন গ্রাহকরা, বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন