মাছ পেতে সমস্যা হতে পারে, বন্ধ হল ৬১ দিন মাছ ধরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ভারতের পূর্ব উপকূল জুড়ে অন্যতম এক পেশা মাছ ধরা। সেই মাছ ধরাই বন্ধ হয়ে যাচ্ছে ১৫ এপ্রিল থেকে। বঙ্গোপসাগরে ট্রলার বা যন্ত্রচালিত কোনও যান নিয়ে মাছ ধরতে যেতে পারবেননা কোনও মৎস্যজীবী।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

এপ্রিল থেকে জুন মাস হল মাছের প্রজনন অনুকূল সময়। তাই এই সময় তারা যাতে নিশ্চিন্তে তাদের জীবন কাটাতে পারে এবং মাছেরও আগামী দিনে সমস্যা না হয় সেজন্য এই সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রতিবছরই এই সময় মাছ ধরা বন্ধ রাখা হয় বঙ্গোপসাগরে। ৬১ দিন বন্ধ থাকবে এই মাছ ধরা। ১৪ জুন পর্যন্ত বন্ধ। ফের ১৫ জুন থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারবেন মৎস্যজীবীরা। তামিলনাড়ুতে আবার পক প্রণালী হল মাছদের সবচেয়ে বেশি পছন্দের প্রজনন স্থান।

ট্রলার বা যন্ত্রচালিত নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে এই ৬১ দিন। তবে যাঁরা সাধারণ দাঁড় টানা নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরেন তাঁদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। তাঁরা যখন ইচ্ছে মাছ ধরতে পারবেন। তাঁদের প্রশাসনিক কোনও বাধার মুখে পড়তে হবেনা।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন