মাঝপথে জ্বলে উঠল নৌকা ! আগুনে পুড়ে, জলে ডুবে মৃত 143

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকায় অগ্নিকাণ্ড ! যার জেরে অন্তত 143 জনের মৃত্যু হয়েছে ৷ কঙ্গোয় এই ভয়ানক দুর্ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে ৷ আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টে যায় বলে গতকাল (শুক্রবার) স্থানীয় কর্মকর্তারা জানান। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে কারোর প্রাণ গিয়েছে জলে ডুবে, কারও মৃত্যু হয়েছে জীবন্ত দগ্ধ হয়ে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ইকুয়েটুর প্রদেশের রাজধানী এমবানডাকার কাছে ৷ রুকি ও বিশ্বের সবচেয়ে গভীর কঙ্গো নদীর সংযোগস্থলে এই বিপর্যয় ঘটে। কাঠের নৌকাটিতে আগুন ধরে যাওয়ার সময় তাতে শত শত যাত্রী ছিলেন বলে জানান ওই অঞ্চলের জাতীয় সহকারীদের প্রতিনিধিদলের প্রধান জোসেফিন-প্যাসিফিক লোকুমু।

সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেন, “বুধবার পর্যন্ত 131 জনের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে আরও 12টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে বেশ কিছুজন পুড়ে গিয়েছেন ৷ স্থানীয় এক নেতা জোসেফ লোকন্ডো, যিনি ওই মৃতদেহগুলি শেষকৃত্য করেছেন তিনি অস্থায়ীভাবে জানিয়েছেন যে 145 জন মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে কেউ কেউ আগুনে পুড়ে গিয়েছেন, কারও প্রাণ গিয়েছে জলে ডুবে ৷

আরও পড়ুন:- সস্তায় ইলেকট্রিক স্কুটি আনছে জিও। 1 টাকায় ছুটবে 2 কিমি! আর কী কী সুবিধা থাকছে ?

এই বিপর্যয়ের কারণ হিসেবে প্রাথমিকভাবে নৌকায় রান্নার জন্য জ্বালানো আগুনকে দায়ি করেছেন লোকুমু। তিনি বলেন, “নৌকাটিতে একজন মহিলা রান্নার জন্য আগুন জ্বালিয়েছিলেন। পাশেই ছিল নৌকার জ্বালানি। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে এবং এই বিপর্যয় ঘটে। পাশাপাশি, লোকন্ডো বলেন, “বেশ কিছুজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বেশ কিছু পরিবার এখনও তাদের প্রিয়জনদের এখনও খোঁজ পায়নি।”

উল্লেখ্য, মধ্য আফ্রিকার একটি বিশাল দেশ কঙ্গো, যার আয়তন 2.3 মিলিয়ন বর্গকিলোমিটার ৷ কঙ্গোতে রাস্তাঘাটের অবস্থা বেহাল ৷ বিমানগুলি সীমিত সংখ্যক শহরেই পরিষেবা প্রদান করে। তাই ফলস্বরূপ মানুষজন প্রায়শই হ্রদ, নীল নদের পরে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম কঙ্গো নদীপথে যাতায়াত করেন ৷ এখানে জাহাজডুবির ঘটনা প্রায়ই ঘটে ও মৃত্যুর সংখ্যা প্রায়শই বেশি হয়।

আরও পড়ুন:- ১ ও ২ টাকার কয়েন বাতিল? দেখুন RBI এর নির্দেশিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন