পুজোর আগে সুখর।কেননা রিলায়েন্স জিও নিয়ে এল এক চমকপ্রদ রিচার্জ প্ল্যান। মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জন্য দিতে চলেছে বহু সুবিধা, সঙ্গে থাকছে হাই-স্পিড নিদিষ্ট ডেটা।যদিও একদিকে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বিনোদন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নানা OTT প্ল্যাটফর্মগুলি। আর এই চাহিদার মাঝেই গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ী একটি অফার আনল ভারতের অন্যতম টেলিকম কোম্পানি জিও।
তবে শুধু জিও নয়, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া (Vi) – তিনটি বড় সংস্থা প্রতিযোগিতায় নেমেছে। তবে তুলনামূলকভাবে জিওর ₹১০০ টাকার প্ল্যান সবচেয়ে আকর্ষণীয় হয়ে দাড়িয়েছে।
Jio ₹100 Recharge Plan-এর বিস্তারিত
জানা যায় রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি ডেটা অ্যাড-অন রিচার্জ প্ল্যান যার মূল আকর্ষণ Disney+ Hotstar সাবস্ক্রিপশন দেওয়া। মাত্র ১০০ টাকায় আপনি পাচ্ছেন ৯০ দিন পর্যন্ত হটস্টার অ্যাক্সেস, তাও আবার নিদিষ্ট কয়েক জিবি হাই-স্পিড ডেটার সঙ্গে।
এই প্ল্যানে পাওয়া যাবে:
- ৫ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা
- ৯০ দিনের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে
- কলিং ও এসএমএস সুবিধা এখানে নেই
- শুধুমাত্র অ্যাড-অন ডেটা প্ল্যান, তাই একটি প্রাইমারি প্ল্যান অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক থাকতে হবে
এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল, স্মার্টটিভি এবং ল্যাপটপ—সব প্ল্যাটফর্মে হটস্টার ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
Airtel ₹100 Recharge Plan
এয়ারটেলও তাদের গ্রাহকদের জন্য এনেছে ₹১০০ টাকার একটি ডেটা প্যাক অফার। যদিও এর মেয়াদ কম, তবে ডেটা ও হটস্টার সাবস্ক্রিপশন থাকায় অনেকেই একে বেছে নিচ্ছেন অনেকেই।
এই প্ল্যানে পাওয়া যাবে:
- ৫ জিবি হাই স্পিড ডেটা সুবিধা
- ৩০ দিনের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন৷ বিনামূল্যে
- কলিং ও এসএমএস সুবিধা নেই এখানে
- একটি প্রাইমারি প্ল্যান অ্যাক্টিভ থাকা আবশ্যক এখানে
এয়ারটেল প্ল্যানটি মূলত স্বল্প মেয়াদে বিনোদনের চাহিদা মেটাতে উপযুক্ত হবে।
Vodafone Idea (Vi) ₹151 Recharge Plan
Vi তাদের গ্রাহকদের জন্য এনেছে ₹১৫১ টাকার একটি OTT অ্যাড-অন প্ল্যান অফার। এখানে ডেটা কিছুটা কম হলেও হটস্টার সাবস্ক্রিপশন মেয়াদ ৯০ দিন হওয়ায় এটি অনেকের কাছেই লাভজনক হয়ে দাড়িয়েছে।
এই প্ল্যানে যা যা মিলবে:
- ৪ জিবি হাই স্পিড ডেটা পাবেন
- ৯০ দিনের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন
- কলিং বা এসএমএস সুবিধা নেই
- অ্যাক্টিভ প্ল্যান থাকা বাধ্যতামূলক এখানে