মাত্র ১০০ টাকা জমান, সময়সাপেক্ষে পান ২.৫ লক্ষ টাকা রিটার্ন ! দারুণ সুযোগ

By Bangla News Dunia Dinesh

Published on:

বর্তমানে টাকা নিয়ে নানা প্রতারনার শেষ নেই।সেই জায়গায় ভারতীয় পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে ঝুকিহীন ভাবে টাকা সঞ্চয় করে রাখা যাই। তাই এই প্রেক্ষাপটেই ভারতীয় পোস্ট অফিস নিয়ে এসেছে নতুন দারুণ চমক –নাম হলো- Post Office Piggy Bank Scheme, যা পুরোনো Post Office RD Scheme-এরই একটি সম্প্রসারিত রূপ মাত্র। এই স্কিমের মাধ্যমে আপনি নিদিষ্ট সময় পর্যন্ত, সময়সাপেক্ষে মাত্র ১০০ টাকা জমিয়ে প্রায় ২.৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।

আসুন তাহলে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত দেখে নি। কিভাবে মাত্র ১০০ টাকা জমিয়ে আড়াই লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন? কিভাবে এই বা আবেদন করতে হবে? অথবা এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে?

পোস্ট অফিস RD স্কিম কী ?

ভারতীয় ডাক বিভাগের রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme) হল একধরনের সরকারি সঞ্চয় স্কিম, আপনি যেখানে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে দীর্ঘ মেয়াদে একটি বড় অঙ্কের অর্থ রিটার্ন পেতে পারেন। এটি নিদিষ্ট সয়ম একটি ফিক্সড টার্মের স্কিম হিসেবে পরিচিত, যেখানে সুদ চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়ে থাকে। সরকার এই স্কিমে সম্পূর্ণ গ্যারান্টি প্রদান করে থাকে, অর্থাৎ আপনি কোনওরকম ঝুঁকি ছাড়াই নিরাপদে টাকা জমা করতে পারেন।

নতুন সংযোজন: পিগি ব্যাংক স্কিম কী?

বড় কথা হলো, নতুন সংযোজন হিসেবে পোস্ট অফিস চালু করেছে “পিগি ব্যাংক স্কিম”, যেখানে একটি ছোট পরিসরে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার সুযোগ তৈরি করা হচ্ছে। এঅকনে প্রতিদিন কিছু টাকা করে জমা দিলে, মাসে মোটা টাকা জমা হবে। এইভাবে যদি ৫ বছরে মোট জমা করা হয়। এখানে বর্তমান ৬.৭% বার্ষিক সুদ হারে আপনি পাবেন। ফলে মোট রিটার্ন সুদ সমেত ভালো রিটার্ন দাড়াবে।

যদি এটি ১০০ টাকা দৈনিক জমা হিসেবে ক্যালকুলেট করা হয় তাহলে ৫ বছরে সুদে আসলে প্রায় ২ লক্ষ ২০ হাজার হবে। আরও ২ বছর ফিক্সড করে রাখলে সুদে-আসলে তা ২.৫ লক্ষ টাকার ঘরে পৌঁছাতে পারে।

এই স্কিমে বিনিয়োগের মূল বৈশিষ্ট্য

  • ন্যূনতম মাসিক জমা: মাত্র ১০০ টাকা থেকে শুরু এবং এর বেশিও করতে পারেন
  • মেয়াদ: ৫ বছর (৬০ মাস) হয়ে থাকেন
  • সুদের হার: ৬.৭% বার্ষিক (চক্রবৃদ্ধি হারে) দেওয়া হবে
  • গ্যারান্টি: সরকার স্বীকৃত প্রকল্প হওয়ায় ঝুঁকিমুক্ত হয়ে থাকে
  • সর্বোচ্চ বিনিয়োগ: কোনও নির্দিষ্ট সীমা এখানে নেই
  • কিস্তি মিস করলে সামান্য জরিমানা সহ চালিয়ে যাওয়া সম্ভব

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন?

  • যে কেউ যার ন্যূনতম আয় থেকে থাকে, এই বিনিয়োগ করতে পারেন
  • চাকরিজীবী, গৃহবধূ, স্টুডেন্ট এমনকি অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও সুযোগ পাবেন
  • অভিভাবকরা সন্তানের নামেও খাতা খুলে জমা করতে পারেন
  • একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন