মাত্র ১০ বছরেই হয়ে যান কোটিপতি ! এখানে প্রতি মাসে বিনিয়োগ করলেই বাজিমাত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : জীবনে আর্থিক নিরাপত্তা সবাই চায়। ভবিষ্যতে নিশ্চিন্ত থাকতেও সবাই চায়। তবে শুধুমাত্র চাকরির বেতনের উপর নির্ভর করে তো হয় না, কোটিপতি হতে গেলে অবশ্যই সঞ্চয় করতে হবে। তবে তার জন্য চাই সঠিক পরিকল্পনা, নিয়মিত বিনিয়োগ (Investment) আর ধৈর্য। আর সেই পথেই আপনাকে কোটিপতি করে তুলতে পারে মিউচুয়াল ফান্ডের এসআইপি।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

কোটিপতি হওয়ার উপায়

আপনি যদি প্রতিমাসে একটি নির্দিষ্ট টাকা নিয়মিত ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, তাহলে সুদের জাদুতে কয়েক বছরের মধ্যে তা বিশাল অংকের ফান্ডে পরিণত হবে। হ্যাঁ, এই পদ্ধতিকেই বলা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি।

বিশেষজ্ঞরা বলছে, যদি আপনি প্রতি মাসে ৪৩,৫০০ টাকা করে দশ বছর ধরে ১২% রিটার্নে বিনিয়োগ করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি ১.০১ কোটি টাকার মালিক হয়ে উঠবেন। আর এই সময়ে আপনার নিজের পকেটেই থেকে যাবে ৫২.২ লক্ষ টাকা। অর্থাৎ, আপনি ৪৯ লক্ষ টাকা শুধু সুদের মাধ্যমে আয় করবেন।

কীভাবে কাজ করে এই এসআইপি?

এসআইপি অনেকটা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মতো। প্রতিমাসে নির্দিষ্ট টাকা জমা দিতে হবে, আর তা বিনিয়োগ হবে নির্বাচিত মিউচুয়াল ফান্ডে। এরপর ধাপাধাপে আপনার সঞ্চয় বাড়তে থাকবে, আর ভবিষ্যতে মোটা অংকের ফান্ডে পরিণত হবে।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন