মাত্র ১১৯৯ টাকায় পোর্টেবল এসি, ঘরে বরফ জমবে ! দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আমাদের দেশে গ্রীষ্মকালে তাপমাত্রা যেভাবে চরমে পৌঁছায়, তাতে ঠান্ডা পাওয়ার জন্য মানুষ সবসময় বিকল্প রাস্তা খুঁজে বেড়ায়। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মধ্যে এমন জিনিসগুলির চাহিদা সবচেয়ে বেশি যা কম খরচে বেশি সুবিধা দেয়। সেই জায়গা থেকেই বাজারে এসেছে Adani কোম্পানির নতুন এক পোর্টেবল এসি, যার দাম মাত্র ১১৯৯ টাকা থেকে শুরু। এই এসি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে, কারণ এর মূল্যে ও ফিচারে একসঙ্গে এত কিছু পাওয়া সত্যিই বিরল। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –

আরও পড়ুন : LPG সিলিন্ডার থেকে PF, UPI, ফিক্সড ডিপোজিট ! বদলে যাচ্ছে বহু নিয়ম

🔹 কী আছে Adani Portable AC-তে?

যদিও এটি আকারে অনেকটাই ছোট, তবে ঠান্ডা দেওয়ার ক্ষমতায় এটি বড় এসিকেও টেক্কা দিতে পারে। Adani কোম্পানি দাবি করছে, এই এসি -৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা দিতে পারে যার ফলে বরফ জমতে পারে ! এটি বিশেষ করে ছোট রুম, হোস্টেল, অফিস ডেস্ক, রান্নাঘর কিংবা ব্যক্তিগত ব্যবহারের জন্য একদম আদর্শ হতে পারে।

Adani Portable AC 2025-তে রয়েছে মাল্টি-লেয়ার কুলিং সিস্টেম এবং ওয়াটার-বেসড কুলিং প্রযুক্তি, যার সাহায্যে অনেক দ্রুত ঠান্ডা ছড়াতে পারে । এছাড়া এতে রয়েছে তিনটি কুলিং মোড, যেগুলো ব্যবহারকারী নিজের মতো করে কাস্টোমাইজ করতে পারেন। এতে ইনবিল্ট হিউমিডিটি কন্ট্রোল ও এয়ার ফিল্টারিং সিস্টেমও রয়েছে, যা বাতাসকে ঠান্ডা করার পাশাপাশি বিশুদ্ধ রাখে।

🔹 এর দাম ও কেনার পদ্ধতি

মূলত Adani- কোম্পানির এই পোর্টেবল এসির আসল দাম ছিল ১৯,০০০ টাকা। তবে এখন কোম্পানি বা ই-কমার্স প্ল্যাটফর্মের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মাত্র ১১৯৯ টাকায় প্রাথমিক কিস্তি দিয়ে কেনা যাচ্ছে এই পোর্টেবল এসি। এরপর বাকি টাকা ইএমআই-এর মাধ্যমে ধাপে ধাপে পরিশোধ করা যাবে। মোট দামের মধ্যে এটা কিস্তিতে নিতে পারেন।

এই দামে এই ডিভাইসটি কেনা মানে একরকম ‘ডিল অফ দ্য সিজন’। বিশেষ করে যারা তুলনামূলক কম বাজেটের মধ্যে একটি ভাল মানের কুলিং সলিউশন খুঁজছেন, তাদের জন্য এটি এক কথায় সেরা বিকল্প হতে চলেছে।

আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন