Bangla News Dunia, Pallab : বর্তমানে মধ্যবিত্ত পরিবারের জন্য একটি স্কুটার কেনা অনেক সময় সোনার হরিণের মতো হয়ে দাঁড়ায়। তবে আর দেরি নয়, এবার সেই স্বপ্ন পূরণের অসাধারণ সুযোগ এসেছে TVS Jupiter-এর মাধ্যমে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, মাত্র ২০,০০০ টাকায় TVS Jupiter কেনার সেরা সুযোগ মিলছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে আপনি এই দুর্দান্ত অফারের সুবিধা নিতে পারবেন। শেষ পর্যন্ত পড়ুন বিস্তারিত জানতে –
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
TVS Jupiter Scooter : ভারতীয় রাস্তায় এক জনপ্রিয় নাম
ভারতের দুই চাকার বাজারে TVS Jupiter-এর অবস্থান আজও শীর্ষে রয়েছে ।এর মাইলেজ, পারফরম্যান্স, লুক এবং কমফোর্টের কারণে গ্রাহকদের কাছে বরাবরই পছন্দের স্কুটার এটাই। বিশেষ করে যাদের দৈনন্দিন জীবনে অফিস, স্কুল কিংবা বাজারে যাতায়াত করতে হয় তাদের জন্য এটি এক আদর্শ বাহন হল TVS Jupiter।
নতুন মডেলের দাম কত?
যদি আপনি শোরুম থেকে একেবারে নতুন TVS Jupiter কিনতে যান তাহলে এর দাম হবে প্রায় ৯৭,৩৮৩ টাকা (এক্স-শোরুম)। তবে বিভিন্ন ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে EMI-তে কেনারও সুযোগ থাকবে। EMI-এর মাধ্যমে খুব কম ডাউন পেমেন্ট দিয়ে আপনি নতুন স্কুটার কিনতে পারেন তবে মূল্যের পরিমান আরও বেশি হবে।
TVS Jupiter-এর ফিচার ও স্পেসিফিকেশন
এই স্কুটারের ইঞ্জিন, মাইলেজ ও অন্যান্য ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক:
- ইঞ্জিন ক্ষমতা: ১১৩.৩ সিসির হয়ে থাকে
- মাইলেজ: প্রতি লিটারে ৫৩.৮৩ কিলোমিটার
- কার্ব ওজন: ১০৫ কেজি হয়ে থাকে
- আসনের উচ্চতা: ৭৭০ মিমি
- ফুয়েল ট্যাঙ্ক: ৫.১ লিটার ধারণক্ষমতা
- ফিচার: LED হেডল্যাম্প, ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট
কেন TVS Jupiter এত জনপ্রিয়?
এটি একটি অলরাউন্ডার স্কুটার বলা হয়ে থাকে । শহুরে রাস্তা থেকে শুরু করে গ্রামের কাঁচা রাস্তা—সবখানেই মসৃণভাবে চলতে সক্ষম এই স্কুটার । জ্বালানি সাশ্রয়ী হওয়ায় মধ্যবিত্ত মানুষের জন্য এটি একটি লাভজনক বিনিয়োগও বলা যায়।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর














