মাত্র ৩,০০০ টাকায় এই ৩ জায়গায় ঘুরে আসতে পারবেন, এইভাবে প্ল্যান করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দু’মাস আগে থেকে ভ্রমণের প্ল্যান করতে হয়— এমন কোনও বাঁধাধরা নিয়ম নেই। রোজের ব্যস্ত জীবন মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে। তখনই পালানোর ঠিকানা খোঁজে মন। ইচ্ছে দূরে কোথাও ঘুরতে যাওয়ার থাকলেও পকেট ও পরিস্থিতি সঙ্গ দেয় না। তখন না চাইতেও কাছেপিঠের ঠিকানা খুঁজতে হয়। বন্ধুবান্ধবদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে, মাত্র ৩ হাজার টাকার মধ্যেই ঘুরে আসতে পারেন এই ৩ জায়গা থেকে।

ধান্যকুড়িয়া রাজবাড়ি

কলকাতা থেকে মাত্র ৫৩ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনায় ধান্যকুড়িয়া রাজবাড়ি। অনেকে ধান্যকুড়িয়া ক্যাসেল নামে চেনেন। কলোনিয়াল স্থাপত্যের নিদর্শন দেখতে ঘুরে যেতে পারেন ধান্যকুড়িয়া থেকে। বিদেশি দুর্গের আদলে তৈরি। এখানে রয়েছে মোট তিনটে রাজবাড়ি— গায়েন, বল্লভ ও সাউ। মূলত গায়েনদের রাজবাড়ি দেখতেই ভিড় হয় পর্যটকদের। এ ছাড়া ঘুরে দেখতে পারেন বল্লভ ম্যানসন, রাসমঞ্চ, চন্দ্রকেতুগড়, কাচুয়া ধাম ইত্যাদি। শিয়ালদহ থেকে হাসনাবাদ লাইনের ট্রেন ধরে নামুন কাঁকড়া মির্জ়ানগরে। এখান থেকে অটো বা রিকশা করে পৌঁছে যান ধান্যকুড়িয়া রাজবাড়ি। এ ছাড়া কলকাতা থেকে গাড়িতে বসিরহাট হয়ে বেড়াচাঁপা পৌঁছে যান। সকালে গিয়ে অনায়াসে বিকালে ফিরে পড়তে পারেন। খরচও ৩ হাজার টাকার বেশি হবে না।

পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসর্ট

পুরুলিয়ার শান্ত গ্রাম্য পরিবেশে দু’দিন নির্জনে কাটাতে পৌঁছে যেতে পারেন পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসর্টে। এখানে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ রয়েছে। তা ছাড়া এখান থেকে অনায়াসে গড়পঞ্চকোট, বড়ন্তি, পাঞ্চেৎ, শুশুনিয়া, অযোধ্যা ঘুরে নিতে পারেন। মূলত তিনটে সার্কিটে ভাগ করা হয় পুরুলিয়াকে। তাই হাতে মোটামুটি ৩ দিন থাকলে ভালো করে ঘুরে দেখতে পারবেন এই সব জায়গাগুলো। ঝক্কির ভ্রমণ না চাইলে শুধু পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসর্টে বসেও সময় কাটাতে পারেন। এখানে থাকা এবং খাওয়ার প্যাকেজ মাত্র ২৫০০ টাকা থেকে শুরু।

বগুরান জলপাই

‘ভিটামিন সি’-এর খোঁজে যেতে পারেন বগুরান জলপাই। দিঘা, মন্দারমণি কিংবা তাজপুর গিয়েছেন। এ বার ছুটি কাটান এই নির্জন সমুদ্র সৈকতে। ঝাউবনের হাওয়ার শব্দ আর ঢেউয়ের শব্দ ছাড়া এখানে আর কিছুই শোনা যায় না। আর রয়েছে সোনালি বালির উপর লাল কাঁকড়া দলের হেঁটে যাওয়া। বগুরান জলপাইয়ের খুব কাছেই রয়েছে জুনপুট ও বাঁকিপুট নামে দুই সমুদ্রতট। সমুদ্রের তীরে ছোট্ট উইকএন্ড চলে যেতে পারেন বগুরান জলপাই। ট্রেনে গেলে কাঁথি স্টেশনে নামুন। স্টেশন থেকে টোটো ভাড়া করে পৌঁছে যান সমুদ্রে ধারের রিসর্টে। কাঁথি থেকে বগুরান জলপাইয়ের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। কলকাতা থেকেও গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন বগুরান জলপাইয়ের তীরে। থাকা-খাওয়া নিয়ে মাত্র ৩ হাজার টাকার মধ্যেই ঘুরে নিতে পারেন এই সমুদ্রতট।

আরও পড়ুন:- মেদ কমানোর ইনজেকশনে চোখের মারাত্মক ক্ষতির আশঙ্কা, নতুন গবেষণায় চাঞ্চল্য

আরও পড়ুন:- রাস্তায় কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হয়? জানা থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন