Bangla News Dunia, Pallab : ভারতের বাইসাইকেল ও দুই চাকার গাড়ি শিল্পে হিরো একটি অন্যতম জনপ্রিয় নাম যা সকলের জানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কয়েকটি ওয়েবসাইটে একটি খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে—হিরো নাকি একটি নতুন ইলেকট্রিক সাইকেল নিয়ে আসছে, যার দাম মাত্র ৪,৯৯৯ টাকা এবং যা একবার চার্জেই ১৭০ কিলোমিটার চলতে পারে এমনটাই তাদের দাবি। এমন খবর প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। বিশেষত মধ্যবিত্ত ও ছাত্রছাত্রীদের মধ্যে এই ইলেকট্রিক সাইকেল নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। কেউ বলছেন এটা হতে পারে গেম চেঞ্জার, আবার কেউ সন্দেহ করছেন এটি হয়তো কোনো গুজব।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
সাধারণত, ভারতের মতো দেশে যেখানে জ্বালানির দাম দিন দিন বেড়েই যাচ্ছে , সেখানে এমন একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহন সত্যিই বাজারে এলে তা হতে পারে এক যুগান্তকারী বিপ্লব। ১৭০ কিলোমিটার রেঞ্জ মানে আপনি কলকাতা থেকে নবান্ন রওনা দিয়ে প্রায় দিঘা পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারবেন একটি চার্জেই। যা শুনতে অবিশ্বাস্য লাগলেও, যদি সত্যি হয়, তাহলে দেশের ইলেকট্রিক যানবাহনের দুনিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
কিন্তু বাস্তবতাটা আসলে কী? এই ইলেকট্রিক সাইকেলের অস্তিত্ব আদৌ আছে তো বাজারে নাকি শুধু সোস্যাল মিডিয়ায় শেষ কথা? বিস্তারিত খোঁজখবর করতে গিয়ে দেখা গেল, হিরো মোটোকর্প বা হিরো সাইকেল লিমিটেড—দু’টি সংস্থার কোনও অফিসিয়াল ওয়েবসাইটেই এই ধরনের কোনও প্রোডাক্ট সম্পর্কে কোনও তথ্য দেওয়া নেই। হিরো মোটোকর্প সাধারণত মোটরসাইকেল ও স্কুটার নির্মাণ করে থাকে। অন্যদিকে, হিরো সাইকেল সংস্থা ইলেকট্রিক বাইসাইকেলও বাজারে এনেছে ঠিকই, কিন্তু সেই সাইকেলগুলোর দাম ২৪ হাজার টাকার আশেপাশে রয়েছে। উপরন্তু, তাদের সর্বোচ্চ রেঞ্জ ৩৫-৪০ কিলোমিটারের বেশি হবে না।
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ৫ হাজার টাকার নিচে ইলেকট্রিক সাইকেলের খবর কোথা থেকে ছড়ালো? সোশ্যাল মিডিয়ার যুগে গুজব বা হাইপ তৈরি হওয়া নতুন ঘটনা নয়। অনেক সময় কিছু ফেক ইউটিউব ভিডিও, থাম্বনেইল বা ফেসবুক পোস্ট থেকে এই ধরনের খবর ছড়িয়ে পড়ে যা সাধারণ জনজীবনে বিরাট প্রভাব ফেলে। “Hero Electric Cycle 4999 only” টাইপ শিরোনামে ক্লিকবেট ব্যবহার করে কিছু অনলাইন পোর্টাল বা ইউটিউবার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে। তবে যখন কেউ মূল সূত্র খুঁজতে যায়, তখন পরিষ্কার হয়ে যায় এর পিছনে আদতে কোনও সত্যতা নেই বা সম্পূর্ণ ভুয়া খবর।
আসলে যদি হিরো ইলেকট্রিক সাইকেলের দাম যদি সত্যিই মাত্র ৪৯৯৯ টাকা হতো এবং সেটি এক চার্জে ১৭০ কিলোমিটার চলতো, তাহলে তা ইতিমধ্যে সংবাদের শিরোনামে থাকতো বা বড় বড় নিউজ ওয়েবসাইট তা কভার করতো এবং কোম্পানি নিজেই সেটিকে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতো না প্রোমোশনের মাধ্যমে। ভারতের মতো বিশাল বাজারে এত বড় এক উদ্ভাবন লুকিয়ে রাখা কার্যত অসম্ভব ঘটনা। তাছাড়া ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে ব্যাটারি, মোটর, কন্ট্রোলার এবং অন্যান্য যন্ত্রাংশের খরচই ৫ হাজার টাকার চেয়ে অনেক বেশি হয়ে থাকে, সেখানে সম্পূর্ণ সাইকেল এত কম দামে বাজারে আসা প্রযুক্তিগত ও বাণিজ্যিকভাবে সম্ভব নয় বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র