মাত্র ৪ টাকায় ২ জিবি সহ আনলিমিটেড সুবিধা, দেখুন BSNL-র অফার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : BSNL গ্রাহকদের জন্য দারুন সুখবর, অন্য টেলিকম কোম্পানির অর্ধেক টাকায় রিচার্জে আপনারা পেয়ে যাবেন সারা বছর 2GB হাই স্পিড ডেটা সহ একাধিক সুবিধা। তাই যে সমস্ত মোবাইল গ্রাহকেরা কম মূল্যে অধিক পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে চান তারা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। বিএসএনএল হলো ভারত বর্ষের অন্যতম দেশিও টেলিকম সংস্থা। তাই অন্যান্য মোবাইল নেটওয়ার্কের তুলনায় এর রিচার্জ মূল্য ন্যূনতম। সাম্প্রতিক বিএসএনএল তাদের রিচার্জের নতুন নতুন প্লান যোগ করেছেন তার মধ্যে অন্যতম 1515 টাকার প্লান।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

এই প্লান সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- 1515 টাকার প্লান কি কি সুবিধা পাবেন? আবেদন পদ্ধতি? প্রভৃতি নিম্নে আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে BSNL এর নতুন এই প্লানটি রিচার্জ করতে পারেন।

BSNL নতুন প্লান:

আজকাল ইন্টারনেট ছাড়া সবার জীবন অচল। অনলাইন ক্লাস বলুন বা অফিসিয়াল কাজ, কিংবা সিনেমা দেখা বা গান শোনা, গেমিং সবকিছুতে ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারিনা। তাই বর্তমানে প্রতিটি ঘরে ঘরে আনলিমিটেড ইন্টারনেট এর পাশাপাশি হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন। তবে অন্যান্য মোবাইল নেটওয়ার্ক গুলি তাদের রিচার্জ প্ল্যান এর মূল্যবৃদ্ধি করার ফলে সাধারণ মানুষ বেশ সমস্যার সম্মুখীন হয়েছে।

তাই BSNL নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান, যেখানে মাত্র 1515 টাকায় আপনি পাবেন 2GB হাই স্পিড ডেটা প্রতিদিন, তাও নাকি পুরো একবছরের জন্য। এই প্ল্যানটি দৈনিক খরচ হিসেবে বিচার করলে ৪ টাকার কিছু বেশি পড়ে। তাই বিএসএনএল গ্রাহকেরা মাত্র চার টাকার বিনিময়ে দৈনিক আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন