মাত্র ৪ বছর স্বল্প প্রিমিয়াম জমা দিলেই পাবেন ১ কোটি টাকা ! LIC-র সেরা প্ল্যান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কখনো কি ভেবে দেখেছেন, মাত্র চার বছরে অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করলেন, আর তার বদলে পেয়ে গেলেন ১ কোটি টাকা? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। হ্যাঁ, এমনই একটি পরিকল্পনা নিয়েছে ভারতের সবথেকে নির্ভরযোগ্য বীমা সংস্থা এলআইসি (LIC)। আর এই প্রকল্পের নাম হল ‘জীবন শিরোমনি’।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

মাত্র চার বছরের প্রিমিয়ামে ভবিষ্যৎ এর নিশ্চয়তা

এলআইসি জীবন শিরোমনি প্রকল্প শুধুমাত্র আপনাকে চার বছর প্রিমিয়াম জমা দিতে হবে। তবে মনে রাখতে হবে, এটি একটি হাই-এন্ড পলিসি। তাই প্রিমিয়ামের অঙ্ক তুলনামূলক একটু বেশি। উদাহরণস্বরূপ, যদি আপনি ১ কোটি টাকা পেতে চান, তাহলে প্রতি মাসে প্রায় ৯৪ হাজার টাকা পর্যন্ত জমা করতে হবে। এবার আপনি চাইলে প্রিমিয়াম মাসে বা তিন মাসে বা ছয় মাসে বা এক বছরে জমা দিতে পারেন। 

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন