মাত্র ৫০ হাজার টাকার মধ্যে ব্যবসার দারুন আইডিয়া। বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখনকার দিনে অনেকেই আছেন যারা নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চাইছেন। কারণ চাকরি পাওয়া এই সময়ে যেন পরশ পাথর পাওয়ার সমান। বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির জন্য অপেক্ষা করার থেকে আপনি যদি নিজে কোন ছোট ব্যবসা শুরু করেন, তাহলে অনেকটাই অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। অনেক ব্যক্তি মনে করেন ব্যবসা শুরু করতে গেলে অনেক মূলধনের দরকার।

স্বল্প পুঁজিতে সেরা ব্যবসার আইডিয়া ২০২৫

ব্যবসা শুরু করতে গেলে সব সময় অনেক মূলধন নিয়ে নামতে হয় মাঠে এমনটা নয়, ৫০ হাজার টাকার মধ্যে আপনি বেশ কিছু ব্যবসা শুরু করতে পারেন। আজকের এই প্রতিবেদনে বেশ কিছু ব্যবসা সম্বন্ধে আলোচনা করা হবে যেগুলি ৫০ হাজার টাকা মূলধনের মধ্যে আপনি শুরু করতে পারবেন। আপনিও যদি একটি ছোট ব্যবসার আইডিয়া শুরু করার কথা ভেবে থাকছেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কম বিনিয়োগে ব্যবসা শুরু করুন

অনলাইন টিউটরিং :- বর্তমান যুগে দাড়িয়ে অনলাইন মাধ্যমে অর্থ উপার্জন করার সুযোগ অনেক ভাবে করা যায়। এর মধ্যে অন্যতম হলো অনলাইন টিউটরিং। ডিজিটাল যুগে অনলাইন মাধ্যমে আপনি শিক্ষাদান করতে পারেন। অনলাইন টিউটরিং এর জন্য প্রাথমিক বিনিয়োগ করার প্রয়োজন হয় সেই গুলি হল :- একটি কম্পিউটার, একটি নির্ভর যোগ্য ইন্টারনেট সংযোগ এবং পড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম।

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

৫০ হাজার টাকায় লাভজনক ব্যবসার সুযোগ

আপনি গণিত, বিজ্ঞান, ভাষার মতো বিষয় গুলিতে অথবা কোডিং বা গ্রাফিক ডিজাইনের মতো বিশেষ দক্ষতার উপর একের পর এক সেশন বা গ্রুপ ক্লাস অফার করতে পারেন। এই কাজের জন্য শুরুতে খরচ অনেকটাই কম এবং শিক্ষার যেহেতু চাহিদা রয়েছে বিশেষ করে অনলাইন টিউটোরিয়াল একটি লাভ জনক ব্যবসা। আপনারা নিজেদের পছন্দের বিষয় অনুসারে এই কাজ করতে পারবেন।

Low Investment Business Idea

হোম বেকারি :- যদি আপনার বেকিংয়ের প্রতি আগ্রহ থাকে, তাহলে এটিকে একটি ব্যবসায় রূপান্তর করতে পারেন। প্রাথমিকভাবে যে জিনিস গুলোতে বিনিয়োগ করা প্রয়োজন পড়বে সেই গুলি হল – বেসিক বেকিং সরঞ্জাম, উপকরণ এবং প্যাকেজিং উপকরণ। স্থানীয় গ্রাহকদের কাছে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে তৈরি কেক, কুকিজ, মাফিন বা রুটি বিক্রি করুন। এই ব্যবসার ওভার হেড খরচ কম এবং কাস্টমাইজড বা বিশেষ বেকড পণ্যের জন্য প্রিমিয়াম মূল্য চার্জ করার সুবিধা রয়েছে।

হস্তনির্মিত কারু শিল্প ব্যবসা :- যে সমস্ত ব্যক্তি হস্ত নির্মিত কালো শিল্প বানাতে পারদর্শী, তাদের জন্য এই ব্যবসা অনেকটাই উচ্চ লাভজনক ব্যবসা। আপনি বাড়িতে বসেই গয়না, মোমবাতি, চিত্র কর্ম, বা বোনা জিনিসপত্র যাই হোক না কেন সোশ্যাল মিডিয়ার মতো অনলাইন মার্কেট প্লেস অথবা স্থানীয় কারু শিল্প মেলায় আপনার সৃষ্টি বিক্রি করতে পারেন। এই ব্যবসার আইডিয়াতে ব্যবহৃত উপকরণ গুলো দাম অনেক কম তাই এই ব্যবসার জন্য প্রথমেই বেশি মূলধনের প্রয়োজন পড়ে না।

ফটোগ্রাফি ব্যবসা :- যদি আপনার ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকে, তাহলে ফটোগ্রাফি ব্যবসা থেকে আপনি আয়ের উৎস খুজে পেতে পারেন। আপনি বিবাহ, অনুষ্ঠান, প্রতিকৃতি, পণ্য ফটোগ্রাফি, এমনকি স্টক ফটোগ্রাফির কাজ অনায়াসে করে অর্থ উপার্জন করতে পারবেন। একবার ভালো করে কাজ জেনে নিতে পারলে অনেকটাই সুবিধা হবে সকলের।

কম বিনিয়োগে ব্যবসার আইডিয়া

টিফিন সার্ভিস :- যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য টিফিন সার্ভিস একটি চমৎকার ব্যবসার আইডিয়ার উৎস হতে পারে। আপনি বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করে সেই গুলি সরবরাহ করে অর্থ উপার্জন করতে পারবেন। আর অনলাইনে Zomato, Swiggy এর মাধ্যমেও ফুড ডেলিভারি করতে পারবেন। আর বাড়িতে রান্না করা বা খাওয়ার অনেকেরই সময় নেই, তাই এই ব্যবসার আইডিয়ার মাধ্যমে ভালো রোজগারের সম্ভাবনা আছে।

উপরে বর্ণিত পাঁচটি ব্যবসার আইডিয়া সম্পর্কে যে ধারণা দেওয়া হল সেই ধারণা কাজে লাগিয়ে আপনি কম মূলধন দিয়েও একটি ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি ব্যবসার লাইনে প্রথম হন তাহলে কম মূলধন দিয়ে ছোট ব্যবসা শুরু করে আস্তে আস্তে বড় হওয়ার দিকে অগ্রসর হবার জন্য এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন

আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন