Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ের প্রচণ্ড গরমে এসি প্রায় প্রতিটি পরিবারের একান্ত প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের বাজেটের কারণে এসি কেনা অনেক সময় অসম্ভব হয়ে উঠে। তবে এবার এই সমস্যার সমাধান নিয়ে হাজির হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি Reliance Jio। সংস্থা খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন পোর্টেবল এসি মাত্র ৫৪৯৯ টাকা দামে। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –
আরও পড়ুন : ১ জুলাই থেকে বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার নিয়ম !
মাত্র ৫৪৯৯ টাকায় এসি? বিশ্বাস হচ্ছে না?
আপনার ভাবনার একেবারে ভুল নয়! বাজারে এমন রিপোর্ট উঠে এসেছে যেখানে বলা হচ্ছে, Jio খুব শীঘ্রই তাদের নতুন পোর্টেবল AC লঞ্চ করতে চলেছে। এতে থাকবে অসাধারণ সব ফিচার ও আধুনিক প্রযুক্তিও। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এই এসি হতে পারে একটি দারুণ বিকল্প। কম দামে এমন ফিচার সমৃদ্ধ এসি বাজারে আগে কখনও দেখা যায়নি তাই সাধারণ মানুষ অধীর আগ্রহে চেয়ে বসে আছে।
১ টন ক্ষমতার ৫-স্টার পোর্টেবল এসি
জিও-র আসন্ন এই এসিটি হবে ১ টনের এবং সঙ্গে ৫ স্টার রেটিং যুক্ত হবে। অর্থাৎ, এটি অত্যান্ত কম বিদ্যুৎ খরচ করে দীর্ঘক্ষণ ঠান্ডা পরিবেশ প্রদান করতে পারবে। ৫-স্টার রেটিং মানেই সর্বোচ্চ এনার্জি এফিশিয়েন্সি হবে। যার ফলে মাসের শেষে বিদ্যুৎ বিল নিয়েও চিন্তার তেমন কিছু থাকবে না।
ইনভার্টার রোটারি কমপ্রেসর: বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ ভূমিকা
এই এসি-তে ব্যবহার করা হয়েছে ইনভার্টার রোটারি কমপ্রেসরও। এই ইনভার্টার প্রযুক্তি সাধারণত দামি এসি-তেই পাওয়া যায়। এটি কম বিদ্যুৎ খরচ করে দ্রুত রুম ঠান্ডা করে দেয়। ইনভার্টার কমপ্রেসর এসি চলার সময় তার ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে রাখে, ফলে কম বিদ্যুতে বেশি কার্যকারিতা পাওয়া যায়।