মাত্র ৫ হাজার টাকায় শুরু করুন , দুর্দান্ত স্কিম নিয়ে এল পোস্ট অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মাত্র ৫ হাজার টাকায় শুরু করুন। ব্যাবসায় ইচ্ছুকদের জন্য পোস্ট অফিসের তরফ থেকে এবার এক সুবর্ণ সুযোগ প্রদান করা হচ্ছে। বর্তমানে দেশে প্রায় দেড় লক্ষ পোস্ট অফিস রয়েছে। তবে পোস্ট অফিসের সংখ্যা এখনও অনেক কম। দেশের প্রতিটি প্রান্তে ভারতীয় ডাক বিভাগের পরিষেবা পৌঁছে দিতে যেকোনো ব্যাক্তি নিজেদের নতুন ফ্র্যাঞ্চাইজি খুলতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিসের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই এই সুযোগ প্রদান করছে।

৩০ শতাংশ বেতন হ্রাসে সম্মত

প্রসঙ্গত এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করতে পারেন যে কোনো ব্যাক্তি। তার জন্য আবেদনকারীকে প্রথমে ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে। পোস্ট অফিসের তরফ থেকে দুই ধরনের ফ্র্যাঞ্চাইজির কথা জানানো হয়েছে। প্রথমটি হলো আউটলেট ফ্রাঞ্চাইজি, দ্বিতীয়টি এজেন্ট ফ্র্যাঞ্চাইজি। এজেন্ট ফ্র্যাঞ্চাইজির খোলার ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এজেন্ট নিয়োগ করা হয়। যেটা দেশের প্রতিটি প্রান্তে গ্রাম এবং শহরে ঘুরে ঘুরে ডাক পরিষেবা সরবরাহ করেন।

পোস্ট অফিসের সাথে যৌথভাবে এই ফ্র্যাঞ্চাইজির খুলতে গেলে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের অধিক হতে হবে। এই বিষয়ে আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং তার কাছে বোর্ড স্বীকৃত স্কুল থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাসের শংসাপত্র থাকা বাধ্যতামূলক। এই পদে আবেদন করার জন্য  ফর্ম ফিলাপ করতে হবে।

আরো পড়ুন :- পোস্ট অফিসের টাকা রাখার লাভজনক স্কিম ! বিস্তারিত পড়ুন

সম্পূর্ণ জানতে https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের সময় প্রথমেই ৫০০০ টাকার সিকিউরিটি ডিপোজিট করতে হবে। এরপর প্রতিমাসে কমিশন ভিত্তিতে টাকা পাওয়া যাবে।

Highlights

1. মাত্র ৫ হাজার টাকায় শুরু করুন

2. দুর্দান্ত স্কিম নিয়ে এল পোস্ট অফিস

#India #Post #Business #Scim

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন