মাত্র ৭ টাকা সঞ্চয়ে মোটা পেনশন, এই যোজনার সব সুবিধা সম্পর্কে জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের কেন্দ্র সরকার পরিচালিত অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) হলো একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা মূলত অসংগঠিত খাতের শ্রমিক ও কম আয়ের ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে। মাত্র ৭ টাকা দৈনিক জমিয়ে ভবিষ্যতে মাসে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া সম্ভব এই স্কিমের মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি উপকৃত হতে পারেন এই প্রকল্প থেকে।

অটল পেনশন যোজনা স্বল্প বিনিয়োগে নিশ্চিত ভবিষ্যৎ!

  • ১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকেরা এই যোজনায় যোগ দিতে পারেন।
  • ৬০ বছর বয়সে পৌছানোর পর মাসিক পেনশন শুরু হয়।
  • পেনশনের পরিমাণ হতে পারে ১,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত।
  • অবদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটা হয়।
  • যাদের কোনো আয়কর একাউন্ট নেই, তারা বিশেষভাবে উপকৃত হন।

কেন অটল পেনশন যোজনা বেছে নেবেন?

মাত্র ৭ জমিয়ে শুরু করা যায় এই স্কিম, যা মাসে ২১০ ও বছরে ২,৫২০ হয়। এমন স্বল্প বিনিয়োগেই আপনি ৬০ বছর পর মাসে ১,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত পেনশন পেতে পারেন। প্রথম পাচ বছর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে সরকারও অতিরিক্ত অবদান দেয়। এটি আপনাকে আরও বেশি সঞ্চয়ের সুযোগ করে দেয়। অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে আয়কর আইন ৮০সি ধারা অনুযায়ী কর ছাড়ের সুযোগ পাওয়া যায়।

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

কে যোগ দিতে পারেন?

  1. ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক
  2. বয়স ১৮ – ৪০ বছরের মধ্যে হতে হবে
  3. সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে
  4. মোবাইল নম্বর ও আধার সংযুক্ত থাকা প্রয়োজন

অটল পেনশন অনলাইন আবেদন পদ্ধতি

  • নিকটবর্তী ব্যাংকে যান
  • ‘অটল পেনশন যোজনার’ ফর্ম পূরণ করুন
  • আধার কার্ড ও মোবাইল নম্বর দিন
  • স্বয়ংক্রিয় ব্যাংক কেটে নেওয়ার অনুমতি দিন

মৃত্যুর পরে সুবিধা

যদি যোজনা ভুক্ত ব্যক্তি মারা যান, তাহলে তার মনোনীত ব্যক্তি বা জীবন সঙ্গী পুরো পেনশন পাবেন অথবা জমাকৃত টাকা পাবেন এককালীন হিসেবে। মাঝ পথে বন্ধ করলে ন্যূনতম সুদ সহ টাকাটা ফেরত দেওয়া হবে, ৬০ বছর বয়সের আগে পেনশন তোলা সম্ভব নয়, বিয়ে পরবর্তী স্বামী, স্ত্রীকে যোজনায় যুক্ত করার সুযোগ রয়েছে। তাই আর দেরি না করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই কাজ সেরে ফেলুন।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন