মাত্র ₹৩,৯৯৯-এ মিলবে ৬৫০০mAh ব্যাটারি ও ১২০MP ক্যামেরা ! দেখলে চমকে উঠবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে স্মার্ট ফোন ছাড়া জীবন প্রায় অচল। কেননা দৈনন্দিন জীবনে সমস্ত কাজই এখন মোবাইলে ঘরে বসে হয়ে থাকে। যদি হয় জিও-র স্মার্ট ফোন তাহলে তো কথায় নেই কারন মূল্য বৃদ্ধির বাজারে বিরাট ছাড় পাওয়া যায় এই ফোন ব্যবহার করলে। তাইতো ভারতের স্মার্টফোন মার্কেটে এক নতুন বিপ্লব আনতে চলেছে Reliance Jio। মাত্র ₹৩,৯৯৯ মূল্যে Jio নিয়ে এসেছে এক পাওয়ারফুল 5G স্মার্টফোন, যাতে রয়েছে প্রিমিয়াম ফিচারের ছড়াছড়ি। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি

 প্রধান বৈশিষ্ট্য:

  1. ৬৫০০mAh ব্যাটারি – দীর্ঘ সময়ের ব্যাকআপ
  2. ১২০MP প্রাইমারি ক্যামেরা – অসাধারণ ফটোগ্রাফি
  3. ৫জি নেটওয়ার্ক সাপোর্ট – ফাস্ট ইন্টারনেট এক্সপেরিয়েন্স
  4. ৬.৫ ইঞ্চির ফুল HD ডিসপ্লে
  5. ৮GB RAM এবং ১২৮GB ইন্টারনাল স্টোরেজ
  6. Qualcomm Snapdragon প্রসেসর
  7. Android 13 অপারেটিং সিস্টেম

Jio 5g ফোনের ক্যামেরা ও ফটোগ্রাফি:

এই ফোনে রয়েছে ১২০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩২MP ফ্রন্ট ক্যামেরা। এতে Night Mode, Portrait Mode ও AI ফিচার রয়েছে, যা ফটোগ্রাফিকে আরও উন্নত করে। এছাড়াও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টও রয়েছে।

আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন

আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন