Bangla News Dunia, Pallab : ২০২৫ সালের মধ্যভাগে ভারতের স্মার্টফোন বাজারে এক নতুন বিপ্লব নিয়ে হাজির হল রিলায়েন্স জিও কোম্পানি। এবার মাত্র ₹৩,৯৯৯ টাকার মধ্যে তারা নিয়ে এলো একটি সম্পূর্ণ নতুন Jio 5G স্মার্টফোন, এটি আধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত ফিচারে ভরপুর। যারা কম বাজেটে উন্নত প্রযুক্তির 5g ফোন খুঁজছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে এক সুবর্ণ সুযোগ। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও সবিস্তারে দেখে নেওয়া যাক –
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ আসন্ন? কি প্ল্যান করছে ইজরায়েল ?
এর অত্যাধুনিক ডিসপ্লে ও চমৎকার ডিজাইন
Jio 5G স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারকে আরও আগ্রহী ও মজাদার করে তোলে। বড় স্ক্রিনের ফলে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা অনেক স্বাচ্ছন্দ্যের হয়ে উঠবে। এর পাশাপাশি এর স্টাইলিশ ও হালকা ডিজাইন স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এর শক্তিশালী ব্যাটারি পারফর্মেন্স
এই ডিভাইসটির অন্যতম বড় আকর্ষণ হলো এর শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি, যা একবার চার্জ দিলে পুরো দিন অনায়াসে ব্যবহার করা সম্ভব। যারা সারাদিন ভিডিও কল, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া কিংবা গেম খেলেন তাদের জন্য এই লং লাস্টিং ব্যাটারি বিশাল সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে ।
দুর্দান্ত ক্যামেরা সেটআপ
মাত্র ₹৩৯৯৯ টাকায় এমন ক্যামেরা সাধারণত পাওয়াও মুশকিল। এই স্মার্টফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যা দারুণ ফটো এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম। সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর কিংবা যারা ফটোগ্রাফিতে আগ্রহী তাদের জন্য এই ফোনটি আদর্শ হতে পারে। এছাড়াও ভিডিও কল কিংবা সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরাও রয়েছে উন্নতমানের।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান ! মিলবে লাখ লাখ টাকার চাকরি