Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজার দখলে টেলিকম কোম্পানিগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এরই মাঝে বিএসএনএল আনলো দুর্দান্ত অফার (BSNL Recharge). যে অফারে গ্রাহক মহলে খুশির হাওয়া। আপনিও জানলে অবাক হবেন বিএসএনএল এমন একটি অফার এনেছে, যেখানে মাত্র ১ টাকায় মিলবে ১ জিবি ডেটা। যারা রিচার্জ করবেন পাবেন দারুন সুবিধা। তাহলে আর দেরি কেন? আসুন দেখে নেওয়া যাক বিএসএনএল-এর নতুন অফারের বিস্তারিত।
BSNL Recharge Plan 2025
গত বছর যখন প্রত্যেকটি টেলিকম কোম্পানি রিচার্জের দাম বাড়িয়েছিল তখন বিএসএনএল কমদামি রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের মন জয় করে। বেশিরভাগ সাধারণ মানুষ তখন BSNL রিচার্জ প্ল্যানগুলির সুবিধা নিতে থাকেন। সম্প্রতি ফের বাজার দখলের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান এনেছে বিএসএনএল। এতে আপনার আর চিন্তা নেই। পাবেন একসঙ্গে একগুচ্ছ সুবিধা।
আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক
1 টাকায় 1GB ডেটা দিচ্ছে বিএসএনএল!
আপনি যদি বিএসএনএল-এর 251 টাকার প্ল্যানে রিচার্জ করেন তাহলেই পাবেন 251GB ডেটা। যা শুনছেন তা এক্কেবারে সঠিক। আপনি যদি কম খরচে বেশি ডেটা চান তাহলে এই প্ল্যান আপনার জন্য বেস্ট। মোটামুটি হিসেব করে বলা যায় এই প্ল্যানে যদি আপনি রিচার্জ করেন, তাহলে এক টাকায় 1gb ডেটা পাবেন। তাহলে বুঝতে পারছেন তো এই প্ল্যান আপনার জন্য কতটা লাভজনক হতে চলেছে।
সম্প্রতি সংস্থা BSNL তাদের X অ্যাকাউন্টে এই বিশেষ প্ল্যানের ঘোষণা করেছে। এখানেই জেনে রাখা দরকার, প্ল্যানে পাবেন 251 টাকায় 251GB ডেটা, সঙ্গে 160 দিনের ভ্যালিডিটি। রয়েছে OTT স্ট্রিমিংয়ের সুবিধা ও উচ্চগতির ইন্টারনেট। এতে আপনি পাচ্ছেন অল্প দামে বিপুল পরিমাণে ডেটা। যা আর কোনো অপারেটর দিতে পারবেনা। এও মনে রাখা দরকার যে, যারা IPL-র প্রতিটি ম্যাচ লাইভ দেখতে চান তাদের জন্যও এই প্ল্যান সেরা।
এই প্ল্যানে আর কি কি সুবিধা মিলবে?
বিএসএনএল এর এই প্ল্যানটি মূলত ডেটার জন্য সুবিধা জনক। এতে আপনি কোনরকম ফোন কল বা SMS এর সুবিধা পাবেন না। তাই কথা বলতে বা SMS পাঠাতে চাইলে কিন্তু অন্য প্লান কিনতে হবে। তবে এই প্ল্যান তাঁদের জন্য সেরা হবে যারা WiFi বা অন্য কলিং অ্যাপ ব্যবহার করেন। আপনি এই বিশেষ অফারটি পাবেন BSNL Self-Care App এবং BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে। এর জন্য ডাউনলোড করুন BSNL Self-Care App. অথবা BSNL ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারেন।
উপসংহার: একটি বিশেষ বিএসএনএলের রিচার্জ প্ল্যান সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। এছাড়াও অন্যান্য সুবিধাজনক প্ল্যান রয়েছে এই সংস্থার। আপনি আপনার সুবিধামতো রিচার্জ করতে পারেন।
আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন