মাথানত করেনি কলকাতা, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজনৈতিক চাপের কাছে মাথানত করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্য শিক্ষা দপ্তর এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দেননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। কিন্তু সেই পথে হাঁটল না বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পূর্ব নির্ধারিত স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দিল কর্তৃপক্ষ।

আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই দিনটিতেই একাধিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে রয়েছে স্নাতক স্তরের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করা হয়েছিল যাতে পূর্ব নির্ধারিত এই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁরা পরীক্ষা পিছোবেন না। এরপর থেকেই বিভিন্নভাবে পরীক্ষা পিছানোর জন্য চাপ সৃষ্টি করা হয়। এমনকী রাজ্যের শিক্ষামন্ত্রকের তরফেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়, যাতে পরীক্ষার দিনবদল করা হয়। কিন্তু হাজারো চাপ রাজনৈতিক প্রশাসনিক চাপ সত্ত্বেও পিছু হঠেনি কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানিয়ে দেন, ‘২৮ তারিখেই পরীক্ষা হবে। প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী মানসিকভাবে প্রস্তুত। তাঁদের কথা ভেবেই সিদ্ধান্ত বদল সম্ভব নয়।’ শাসকদলের কটাক্ষের পরও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পূর্ব নির্ধারিত পরীক্ষার দিন বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

তবে এবার সেই কাজই করল বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়৷ পিছিয়ে দেওয়া হল পরীক্ষার দিন৷ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, অর্থাৎ ২৮ অগাস্ট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা ছিল৷ পিছিয়ে দেওয়া হয়েছে এই দিনের পরীক্ষা। পরীক্ষা হবে ৩০ অগাস্ট। ইতিমধ্যে এই মর্মে পরীক্ষার দিনবদলের বিজ্ঞপ্তিও জারি করেছে কর্তৃপক্ষ। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপকুমার মাইতি বলেন, “ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হতে পারে। সেই দিক বিবেচনা করেই পরীক্ষার দিন পিছিয়ে ৩০ অগাস্ট (শনিবার) করা হয়েছে।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাঁরা পড়ুয়াদের অনুরোধেই পরীক্ষা পিছিয়েছেন।

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের অনুরোধে এবং আগামী ২৮ অগাস্ট গণপরিবহণ স্বাভাবিক না-ও থাকতে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। ওই পরীক্ষাগুলি আগামী ৩০ অগাস্ট নেওয়া হবে। পরে পরীক্ষার বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তির পর অনেকেরই প্রশ্ন, শাসকদলের দলীয় কর্মসূচির জন্য একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন কেন পিছিয়ে দেওয়া হবে!

প্রসঙ্গত, আগামী ২৮ অগাস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার মেয়ো রোডে সমাবেশ রয়েছে। সেই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনই বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা ছিল৷ সেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হল। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন