Bangla News Dunia, দীনেশ :- স্থানীয় এক ব্যাবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা দাবি করেছিল রোহিত ওরফে কালিয়া(Kalia)। দাবি মতো টাকা না দিলে তাঁর পরিনতি ভাল হবে বলে হুমকিও দিয়েছিল সেই তোলাবাজ। বৃহস্পতিবার ওই তোলাবাজকে স্কার্ট পরিয়ে, মাথা মুড়িয়ে রাস্তায় হাঁটালো পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার(Haryana) রেওয়ারিতে।
আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও
সূত্রের খবর, কালিয়ার কাছ থেকে হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যাবসায়ী। অভিযোগ দায়ের করেছিলেন কালিয়ার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কালিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারির পর তাঁকে পুলিশের গাড়িতে না নিয়ে গিয়ে হাতকড়া পরিয়ে প্রকাশ্য বাজারের মধ্যে দিয়ে হাটিয়ে নিয়ে যাওয়া হয়। আর তার আগে কালিয়ার মাথা মুড়িয়ে তাকে স্কার্ট পরিয়ে দেয় পুলিশ। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন সাধারণ মানুষ।
আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?
তবে এই ঘটনায় পুলিশের দাবি,বাজারে খুব ভিড় থাকায় গাড়ি চালানোর মতো জায়গা ছিল না, সেই জন্যই তাকে হাটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে হরিয়ানা পুলিশের এমন কান্ডে স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের এমন আচরনের সমালচনাও করেছেন বহু মানুষ।
আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?