মাথা_ব্যাথার লক্ষণ ভিত্তিক কিছু সেরা হোমিওপ্যাথিক ঔষধ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia, Pallab : #মাথা_ব্যাথার লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক ঔষধ।

একোনাইটঃ- ঠান্ডা লাগিয়া তরুন শিরঃ পীড়া,মাথা ধরা বা বেদনায় রোগী অস্হির হইয়া পরে। ছট ফট করিতে থাকে। তখন এই ঔষধ অব্যর্থ।

বেলেডোনাঃ- সর্দি বসিয়া প্রচন্ড মাথা ব্যাথা মস্তকে রক্তাধিক্য,মাথা গরম,কপালের দুই পাশের শিরা দপদপ করিতে থাকে। চোখ,মুখ লাল হইয়া চিরিক মারা ব্যাথা। তখন এই ঔষধ উপকারী।

ব্রাইওনিয়াঃ- মাথা ধরা বা বেদনা নড়াচড়া করিলে বা কথা বলিলে মাথার যন্ত্রণা বাড়ে। চুপ করিয়া থাকিলে আরাম বোধ ইত্যাদি ।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

এসিড ফসঃ- অতিরিক্ত লেখাপড়ার কারণে যাহাদের মাথা ধরা বা ব্যাথা হইয়াছে এসিড ফস তাহাদের পরম বন্ধু।

ইথুজাঃ- বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাথা ব্যাথার জন্য পড়া শোনার ব্যাঘাতে ইথুজা একটি প্রসিদ্ধ ঔষধ।

স্পাইজেলিয়াঃ- বাম দিকে আধ কপালে মাথা ব্যথা, সকালে মাথা ব্যাথা আরাম্ভ হইয়া দুপুরে বৃদ্ধি পায়। বিকালে আস্তে আস্তে উপশমিত হইয়া সন্ধা ছাড়িয়া যায়। বাম দিকে চক্ষু হইতে জল পড়ে,ইত্যাদি লক্ষণে ইহা উপকারী।

আর্সেনিক মেটঃ- মাথার বাম দিকে আধ কপালে মাথা ব্যথায় এই ঔষধ উপকারী।

ল্যাকেসিসঃ- রৌদ্রের তাপ লাগিয়া বা স্রাব বন্ধ হইয়া বাম দিকে আধ কপালে মাথা ব্যথা উওাপে উপশম হইলে ইহা উপকারী।

আর্জেন্টাম নাইটঃ- আধ কপালে মাথা ব্যথার উৎকৃষ্ট ঔষধ। বাম দিকের কপালে ভীষণ যন্ত্রণা দায়ক ব্যথা।কোন বস্তু দিয়া শক্ত করিয়া মাথা বাধিয়া দিলে বেদনার উপশম হয়।

স্যাঙ্গুনেরিয়া ক্যানঃ- ডান দিকে আধ কপালে মাথা ব্যথা।সূর্য উদয় হইতে ব্যথা আরাম্ভ হইয়া বেলা বৃদ্ধির সহিত ব্যথা বাড়িতে থাকে।বিকালের দিকে কমে।সন্ধায় ছাড়িয়া যায়।

চেলিডোনিয়মঃ- ডান দিকের মাথা ব্যাথা,ব্যাথা ডান দিকের চোখ পর্যন্ত পরিচালিত হয়। বিছানা হইতে উঠিতে,বসা থেকে দাড়াইতে,চোখ বুজাইলে মাথা ঘুরায়।ডান কাধের নিচে ব্যাথার রোগীতে ইহা অধিক ফলদায়ক।

আইরিসঃ- ডান দিকের মাথা ব্যাথা,ব্যাথার সহিত প্রায়ই বমি বা গা বমি বমি করিতে থাকে।বেদনা সন্ধ্যা কালে বৃদ্ধি,বিশ্রামে বৃদ্ধি।

গ্লোনয়িনঃ- রৌদ্রে কাজ করিয়া কিংবা আগুনের উওাপে মাথা ধরা বা বেদনায় ইহা উপযোগী।মাথা ব্যাথা প্রায়ই ঘাড় হইতে আরম্ভ হইয়া সমস্ত মাথা ছাড়াইয়া পড়ে।প্রচন্ড বেদনায় মনে হয় মাথা চুর্ণ বিচুর্ণ হইয়া যাইতেছে।

ষ্ট্র্যামোনিয়মঃ- রৌদ্রে ঘুরাফেরা করিবার ফলে অর্থাৎ রৌদ্রের তাপ মাথায় লাগিয়া প্রচন্ড মাথা ব্যাথা।রাত্রে শুইলে ব্যাথা বাড়ে।তাই রোগী বসিয়া থাকিতে বাধ্য হয়।

ল্যাক ক্যানঃ- পার্শ্ব পরিবর্তনশীল,আধ কপালে মাথা ব্যাথা,এক বার বাম দিকে কিছু সময় বা কিছুদিন পর আবার ডান দিক।বাম দিকে ব্যাথা হইলে ডান দিকে থাকে না। আবার ডান দিকে ব্যথা হইলে বাম দিকে থাকে না। এই পরিবর্তনশীল মাথা ব্যাথায় ইহা অব্যর্থ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন