মাদ্রাসায় ৫৬০০ কোটি ! বাজেটে বরাদ্দ নিয়ে নিশানায় মমতা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সদ্য শেষ হওয়া বিধানসভা বাজেটে (West Bengal Budget) শিল্প দফতরের খাতে 1,477.91 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। একইভাবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পের জন্য মমতা সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1,228.78 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বরাদ্দ হয়েছে মাত্র 866.26 কোটি টাকা। আর এই সব বরাদ্দকে ছাড়িয়ে গিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে বরাদ্দ হওয়া টাকার অঙ্ক। হ্যাঁ, রাজ্যের অন্যান্য খাতে বরাদ্দ হওয়া অর্থের নিরিখে সংখ্যালঘুদের বিভিন্ন দফতর ও মাদ্রাসা শিক্ষা খাতে 5,602.29 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : Big News : জল্পনাই সত্যি, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্র

এই ঘটনার পরই বঙ্গ বিজেপির তোপের মুখে পড়তে হয়েছে শাসক দলকে। সম্প্রতি সংখ্যালঘু বিষয়ক খাতে অতিরিক্ত বরাদ্দকে নিশানায় এনে জোরালো আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একই সূত্রে সুকান্তকে বিঁধেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সংখ্যালঘু খাতে বরাদ্দ ঘিরে তৃণমূলকে দুষলেন সুকান্ত

সম্প্রতি শেষ হওয়া বাজেটে সংখ্যালঘু বিষয়ক বিভিন্ন দফতর ও মাদ্রাসা শিক্ষা খাতে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত দাবি করেছেন, মূলত তোষামদ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুন : ই-শ্রম কার্ডে এবার প্রতিমাসে পাবেন 3000 টাকা ! দেখুন কিভাবে আবেদন করবেন এখানে

সুকান্ত বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে অগ্রাধিকারের তালিকাটা নাকি চমকে দেওয়ার মতো। বাংলা যেখানে বেকারত্ব, দুর্বল পরিকাঠামো এবং রুগ্ন শিল্পের কারণে প্রতিমুহূর্তে ধুঁকছে সেখানে দাঁড়িয়ে নির্লজ্জের মতো তোষামদের রাজনীতিতে ব্যস্ত তৃণমূল। মূলত পেশ হওয়া বাজেটে সংখ্যালঘু দফতর ও মাদ্রাসায় বরাদ্দ অর্থ নিয়েই ঘোর আপত্তি প্রকাশ করেছেন রাজ্যের বিজেপি সভাপতি।

সুকান্তর বক্তব্য, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্পে যেখানে বরাদ্দ মাত্র 1,228.78 কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ যেখানে 866.26 কোটি সেই নিরিখে সংখ্যালঘু খাতে বরাদ্দকৃত অর্থ অনেকটাই বেশি। যা বুঝিয়ে দেয় তৃণমূলের ভোট ব্যাঙ্কের রাজনীতি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন