মাধ্যমিকের পর এই 5 কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স আপনাকে চাকরির বাজারে এগিয়ে রাখবে,

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যে সকল ছাত্র-ছাত্রীরা এ বছর মাধ্যমিক পরীক্ষা দিলেন, তাঁদের জন্য সেরা কিছু অনলাইন কোর্স (Online Course) এবং কয়েকটি বিষয়ের বর্ণনা রইল আজকের প্রতিবেদনে। আপনারা এই কোর্স গুলি ছুটিতে করতে পারেন। এই বিষয়গুলি শিখে নিলে আপনার চাকরি পেতে যেমন সুবিধা হবে, ঠিক তেমন ভাবেই এই কোর্স তথা পড়াশোনা কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে।

Best Online Course For Students

আসলে আজকের প্রতিবেদনে এমন কয়েকটি কোর্সের সম্পর্কে বলা হবে, সেগুলি যে শুধুমাত্র মাধ্যমিক দেওয়া ছাত্র-ছাত্রীরা করতে পারবেন তা নয়। যেকোনো ক্লাসে পড়া শিক্ষার্থীদের জন্যই এই সকল বিষয়ের পড়াশোনা এবং কোর্স। তাই যারা ভাবছেন আগামী দিনে কোন পথে আর কোন বিষয় নিয়ে এগোবেন, তাঁদের জন্য মূল পড়াশোনার পাশাপাশি কেরিয়ার ওরিয়েন্টেড এই কোর্সগুলি (Career Oriented Courses) দারুন উপকারী হবে।মাধ্যমিকের পর কোর্স করলে ছাত্রছাত্রীদের সুবিধা। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এ বিষয়ে আরো বিস্তারিত।

আরও পড়ুন:- কলকাতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বিভাগে সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

১) স্পোকেন ইংলিশ কোর্স

ছাত্র-ছাত্রীদের জন্য স্পোকেন ইংলিশ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে চাকরি ক্ষেত্রে ও অন্যত্র এর দরকার হবেই। ঝরঝরে ইংরেজি বলা প্রার্থীদের বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার যদি আপনি বিদেশে পড়তে যাবেন বলে প্ল্যান করে থাকেন তাহলে তো বিশেষ করে স্পোকেন ইংলিশ শিখতে হবে। তবে ইংরেজি ভাষার সঙ্গে যদি আরও কিছু ভাষা শিখে নিতে পারেন তবে সুবিধা হবে। অনলাইনে স্পোকেন ইংলিশের কোর্স করানো হয়।

২) সাইবার নিরাপত্তা

আমরা অনলাইনের উপর নির্ভরশীল ঠিকই আবার অনলাইনের মাধ্যমে ধেয়ে আসছে বিপদ। তাই সাইবার নিরাপত্তার চাহিদা সর্বত্র। এই নিয়ে আলাদা করে কোর্স করানো হয় অনলাইনে ও অফলাইনে যদি আপনি এই বিষয়টি শিখে নিতে পারেন তাহলে আলাদা করে চাকরি ক্ষেত্রেও সুবিধা পাবেন। আবার দক্ষ হয়ে উঠলে এই ফিল্ডেই চাকরি পাবেন।

৩) ডেটা সায়েন্স

মাধ্যমিক পরীক্ষার পর কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে চাইলে ডেটা সায়েন্স সেই লিস্টে থাকবেই। এটি এমন একটি বিষয় যা ঠিক ভাবে শিখে নিতে পারলে বিভিন্ন জায়গায় চাকরি পাকা। এবার আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করে থাকুন না কেন ডেটা সায়েন্সের কোর্স করলে তার দ্বারা আগামী দিনে সুবিধা পাবেন।

৪) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো বিজ্ঞানের যুগান্তকারী ধাপ। এখন থেকে শুরু হয়ে আগামী দিনে এ রাজত্ব করবে। তাই যদি আপনি এই বিষয়ে আলাদা করা পড়াশোনা করে রাখেন, তাহলে বিশেষ উপকার পাবেন তা আলাদা করে বলার নয়। এআই সম্পর্কিত কোর্স বিভিন্ন জায়গায় করানো হয়ে থাকে।

৫) কম্পিউটার বিজ্ঞান

কম্পিউটারের প্রশিক্ষণ প্রত্যেক ছাত্রছাত্রীর থাকা দরকার। এটি যেমন আপনার শিক্ষাক্ষেত্রে সাহায্য করবে ঠিক তেমন ভাবেই আগামী দিনে চাকরি পেতে সহায়তা করবে। তাই অনলাইনে বা অফলাইনে এই সম্পর্কিত কোনো কোর্স করে নিতে পারেন।

উপসংহার: মাধ্যমিক পরীক্ষার পর ছুটিতে এই বিষয়গুলির অধ্যয়ন করলে আগামী দিনে সেটি আপনারই লাভ। তাই আর দেরি না করে এই বিষয়গুলির কোর্স করে রাখুন।

 

আরও পড়ুন:- সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? এই 5 নিয়ম মেনে চললেই আপনার চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না

আরও পড়ুন:- কোন ভুলের কারণে গ্রীষ্মে আগুন লাগে সাধের EV গাড়িতে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন