মাধ্যমিকে পাস নম্বর কত ? জানুন গ্রেস মার্ক নীতি কি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : প্রত্যেক পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ২৫% নম্বর পেতে হবে পাস করার জন্য। ১০০ নম্বরের পরীক্ষায় সাধারণত ৯০ নম্বর লিখিত পরীক্ষার জন্য এবং ১০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকে। বেশিরভাগ স্কুলে মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর (১০ নম্বর) দেওয়া হয়, ফলে পরীক্ষার্থীদের লিখিত অংশে অন্তত ১৫ নম্বর পেলেই তারা সেই বিষয়ে উত্তীর্ণ বলে গণ্য হবেন।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

গ্রেস মার্ক (Grace Mark) নীতি

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনও পরীক্ষার্থী ১ বা ২ নম্বরের জন্য অকৃতকার্য হয়। পর্ষদের নিয়ম অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা থাকে যাতে তারা সামান্য ব্যবধানের জন্য ফেল না করে।

আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন

তবে এটি সম্পূর্ণ রূপে পর্ষদের সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নীতি প্রকাশিত হয়নি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন