Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশের যে সমস্ত চাকরিজীবীরা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য দারুন সুখবর। পশ্চিমবঙ্গ ডাক সার্কেল নতুন করে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরি প্রার্থীদের এখানে মাসিক বেতন দেওয়া হবে সর্বোচ্চ ২৩ হাজার টাকা। তাহলে যেসব প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা শীঘ্রই দেখেনিন শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
WB Postal Circle Recruitment 2025: বিবরণ
পদের নাম ও শূন্যপদ: পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে ৯২৩ জন কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: চাকরির জন্য বাছাই হওয়া প্রার্থীদের এখানে মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: পশ্চিমবঙ্গ ডাক সার্কেলের জিডিএস পদে আবেদন করার জন্য আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তাদের মাধ্যমিক পাশ এবং বয়স প্রয়োজন ১৮ বছর থেকে ৪০ বছর। এছাড়া এখানে তপশীল জাতির প্রার্থীরা ও ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
আবেদনকারীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সবার প্রথমে পশ্চিমবঙ্গ ডাক সার্কেলের অফিসিয়াল পোর্টালে (indiapost.gov.in) ভিজিট করবেন। তারপর অ্যাপ্লাই লিংকে ক্লিক করে আবেদনকারীর প্রাসঙ্গিক স্ব-প্রত্যয়িত নথি সহ অন্যান্য তথ্য দিয়ে উল্লেখিত ফর্মটি পূরণ করবেন। তারপর নথিপত্র গুলো সাইজ মতো আপলোড করবেন। তারপর সাবমিট বাটনে প্রেস করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।
আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি এবং ট্রান্সওমেন প্রার্থীদের ছাড় দিয়ে বাদবাকি অন্যান্য প্রার্থীদের কাছ থেকে ১০০/- টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হবে।
আবেদন তারিখ: অনলাইনের মাধ্যমে এখানে ১০/০২/২০২৫ তারিখে আবেদন শুরু হয়েছে এবং ০৩/০৩/২০২৫ তারিখে আবেদন শেষ হবে।
আবেদনকারীদের এখানে মেধার ভিত্তিতে নথি যাচাইকরণ করা হবে তারপর সাক্ষাৎকার মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | indiapost.gov.in |
আবেদন লিংক | Apply online |
আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি