Bangla News Dunia, Pallab : এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার কেন্দ্র সরকারের দ্বারা ফ্রী চাকরির ট্রেনিং সহ মাসিক ভাতাও দিচ্ছে কেন্দ্র সরকার। বেকার যুবক যুবতীদের জন্য বিনামূলে প্রশিক্ষণ সহ মাসিক ভালো টাকা পাওয়ার দারুন সুযোগ রয়েছে। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। কেননা এই সুযোগ নিয়ে আসা হয়েছে কেবল আপনাদেরই জন্য। আসুন তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি
কী নিজের নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন :
- এক্ষেত্রে নিজের নাম নথিভুক্ত করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। pminternship.mca.gov.in
- এরপর পিএম ইনটার্নশিপ অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্তিকরন শুরু করতে হবে
- এরপর জরুরি তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে
- এরপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে
- এরপর প্রার্থী দেওয়া তথ্য থেকে একটি রিজুউম প্রস্তুত হবে
- এরপর বিভিন্ন কোম্পানি, সেক্টর ও লোকেশন বা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা সমূহ :
এক্ষেত্রে আবেদন করতে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তা নিন্মরুপ আলোচনা করা হল –
- এক্ষেত্রে যদিও বিভিন্ন যোগ্যতা বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে তবে নূন্যতম দশম বা মাধ্যমিক পাশ করলে আবেদন করার সুযোগ দেওয়া হবে
- এক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা বা ডিগ্রি সহ অন্যান্য যোগ্যতা সুযোগ দেওয়া হবে
- প্রার্থীরা যদি আইটিআই বিভিন্ন ট্রেডে থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে
- বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর বা তার বেশি
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন