মাধ্যমিক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : সম্প্রতি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনাল অফিসের অধীনে থাকা মোট 4টি স্কুলে প্রকাশিত হয়েছে নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 6টি শূন্যপদে বিভিন্ন ধরনের শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে ওই সমস্ত স্কুলগুলিতে। যেখানে আবেদন করতে পারবে সমস্ত মুর্শিদাবাদ জেলা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা।

তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত তথ্য় তুলে ধরেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং দেরি না করে সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন এবং শীঘ্রই আবেদন করে ফেলুন এখানে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : জঙ্গিপুর এইচডি অফিসের অধীনে মোট 4টি স্কুলে কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হল –

  • Samserganj Block Govt. Model School
  • Suti-II Block Govt. Model School
  • Suti-I Block Govt. Model School
  • Raghunathganj-II Block Govt. Model School

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 25.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের ওপরে উল্লেখিত স্কুল গুলিতে বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের রাজ্যের যেকোনো সরকারি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কিংবা শিক্ষিকা হতে হবে। অবশ্যই আবেদনকারী ব্যক্তির B.Ed পাস থাকতে হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 65 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন কাঠামো (Sallary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন সম্পর্কে অফিসিয়াল নোটিসের সঠিক উল্লেখ করা নেই।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 6টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য অফিসের নোটিশ থেকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম কে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটাকে প্রিন্ট করে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর সেই ফর্ম এবং তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি একটি ঘামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই তার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রয়োজন পড়বে বিভিন্ন রকম ডকুমেন্টসের। সেগুলি হলো –

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও সার্টিফিকেট
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • শেষ প্রাপ্ত বেতনের রশিদ
  • পিপিও কপি
  • দুটি সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি

আবেদন পাঠানোর ঠিকানা (Application Submission Address) :

হ্যাপি প্রার্থীরা নিজেদের আবেদন পত্র পাঠাবে মুর্শিদাবাদ সাব ডিভিসনাল অফিসে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা যারা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে বেছে নেওয়া হবে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে আগামী 21.04.2025 তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন