মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরির সুবর্ণ সুযোগ। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় বায়ুসেনায় চাকরি (Indian Air Force Job 2025) এমন একটি সংস্থা যেখানে কাজ করার স্বপ্ন বহু তরুণের। এবার সেই স্বপ্ন সত্যি করার এক সুবর্ণ সুযোগ এসেছে মাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য। সরকারি চাকরির খোজে যারা আছেন, তাদের জন্য এটি হতে পারে এক অসাধারণ সুযোগ। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য। এই সম্পর্কে জেনে নিয়ে সকল তথ্য জেনে নিতে পারবেন।

মাধ্যমিক পাসে ভারতীয় বায়ুসেনায় চাকরির সুবর্ণ সুযোগ

ভারতীয় বায়ুসেনার বিভিন্ন পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাশ সংশ্লিষ্ট বছর অনুযায়ী নির্দিষ্ট বোর্ড থেকে পাশ হতে হবে, সাধারনত ১৭ থেকে ২১ বছরের মধ্যে বিশেষ শর্ত অনুযায়ী কিছু ছাড় মিলতে পারে, সর্ব ভারতীয় ভিত্তিতে নিয়োগ, যেখানে প্রয়োজন সেখানে পোস্টিং হতে পারে। ভারতীয় বায়ুসেনায় চাকরির জন্য মুলত অগ্নিবির মিউজিসিয়ান পদে নিয়োগ করা হবে এবং টেম্পো ও পিচ সহ গান গাইতে হবে।

ভারতীয় বায়ুসেনায় চাকরি আবেদনের নথিপত্র

প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করার সময় নীচের বিষয়গুলি খেয়াল রাখা জরুরি, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, জন্ম সনদ বা বয়স সংক্রান্ত নথি, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও ইমেল আইডি।

ভারতীয় বায়ুসেনায় চাকরি আবেদন পদ্ধতি

  • বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • রেজিস্ট্রেশন করুন এবং লগইন করুন
  • আবেদন ফর্ম পূরণ করুন
  • প্রযোজ্য ডকুমেন্ট আপলোড করুন
  • ১০০ টাকা ফি জমা দিন ও সাবমিট করুন

ভারতীয় বায়ুসেনায় চাকরির বাছাই প্রক্রিয়া কেমন?

  1. লিখিত পরীক্ষা – সাধারণ জ্ঞান, ইংরেজি ও গণিত ভিত্তিক প্রশ্ন
  2. শারীরিক পরীক্ষার (PFT) – দৌড়, পুশ আপ, সিট আপ ইত্যাদি
  3. মেডিক্যাল টেস্ট – চোখ, উচ্চতা, ওজন ইত্যাদির পরীক্ষা
  4. চূড়ান্ত মেধা তালিকা – সব ধাপ উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে তৈরি করা হয়

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

প্রাথমিক বেতন ৩০ হাজার টাকা প্রথমে, দ্বিতীয় বছরে ৩৩ হাজার টাকা, তৃতীয় বছরে ৩৬৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০ হাজার টাকা। আর একটা কথা জেনে নেওয়ার দরকার আছে যে এই নিয়োগ অগ্নিবির স্কিমের মাধ্যমে করা হচ্ছে মানে এইটা পার্মানেন্ট কাজ নয়, ৮ বছরের জন্য কাজ দেওয়া হবে এবং তারপর মোটা টাকা PF দিয়ে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হবে এবং পেনশন পাওয়া যাবে না। এরই সঙ্গে ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা, ফ্রি মেডিক্যাল সুবিধা।

কাদের জন্য এটি আদর্শ সুযোগ?

যারা পড়াশোনা শেষ করে দ্রুত চাকরি পেতে চান, যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো, যারা দেশ সেবার ইচ্ছা রাখেন, যারা সরকারি চাকরির সুবিধা চান। ভারতীয় বায়ুসেনায় চাকরি পাওয়ার জন্য ওপরে উল্লেখিত সকল পদ্ধতি মেনে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:- সাদা vs কালো, কোন রঙের প্লাস্টিক ব্যবহারে ক্ষতি বেশি? জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন