Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলে নতুন করে কর্মী নিয়োগ (Rail Recruitment) হচ্ছে। যারা, যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক এই প্রতিবেদন থেকে বিস্তারিত জানতে পারবেন। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যগুলি চাকরিপ্রার্থীদের স্বার্থে উল্লেখ করা হল। কোন পদে নিয়োগ হবে? এই পদে নিয়োগের যোগ্যতা কী কী? নিয়োগের জন্য আবেদন পদ্ধতির বর্ননা ইত্যাদি আলোচিত হল। দেখে নিন।
Rail Recruitment 2025
১) ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি রেলের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এখানে যে পদে নিয়োগ হবে সেটি হল ট্রেড অ্যাপ্রেন্টিস। মোট শূন্যপদের সংখ্যা হল ১০০৭ টি। তবে চাকরিতে আবেদন করার জন্য যোগ্যতা ও আবেদন পদ্ধতির বর্ননা দেখে নিন।
৩) শিক্ষাগত যোগ্যতা
ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য। এখানে একজন ব্যক্তি যোগ্যতা অনুসারে বিভিন্ন ট্রেড বেছে নিতে পারবেন। এখানে আবেদন জানানো যাবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়। তবে মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকলে তবেই তিনি আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ওই প্রার্থীর নির্দিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন:- ছাত্র-ছাত্রীদের জন্য ১ লাখ টাকার স্কলারশিপ পাওয়ার সুবর্ণ সুযোগ। যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন
৪) বয়স সীমা
এই নিয়োগে আবেদন জানানোর জন্য একজন প্রার্থীর ন্যূনতম ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের যোগ্যতা থাকতে হবে। তবে এখানে বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি এবং আদিবাসী চাকরিপ্রার্থীরা মোট ৫ বছরের এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীরা তিন বছরের জন্য বয়সের ছাড় পাবেন।
৫) মাসিক বেতন
এখানে যে সকল প্রার্থীরা যুক্ত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাঁদের প্রতিমাসে ভালো হারে স্টাইপেন্ড দেওয়া হবে। বিশেষ করে যাদের দুই বছরের জন্য আইটিআই কোর্স করা রয়েছে, তারা প্রতিমাসের ৮০৫০ টাকা পাবেন আর এক বছরের ITI কোর্স করা থাকলে সেই ব্যক্তি প্রতিমাসে পাবেন ৭৭০০ টাকা বেতন।
৬) আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের খেয়াল রাখতে হবে, সরকারি অ্যাপ্রেন্টিস আইন মেনে তাঁদের আবেদন জমা করতে হবে অনলাইন মাধ্যমে। তার জন্য ভিজিট করুন ও (https://www.apprenticeshipindia.gov.in) অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে সাবমিট করুন শিক্ষাগত যোগ্যতার সকল প্রমাণ পত্র-সহ অন্যান্য নথিপত্র। তারপর নিয়ম অনুসারে সেই আবেদন জমা করুন।
৭) আবেদনের সময়সীমা
রেলের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে, চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জমা করতে পারবেন ০৪/০৫/২০২৫ তারিখ পর্যন্ত। তাই সময়ের মধ্যে আবেদন সাবমিট করুন।
৮) নিয়োগ পদ্ধতি
এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। এক্ষেত্রে তাই আবেদনকারীদের মধ্যে থেকে মাধ্যমিক ও আইটিআই যোগ্যতার উপর নির্ভর করে প্রস্তুত করা হবে মেধা তালিকা। তারপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আর তার মাধ্যমেই তাঁদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
উপসংহার: আজকের প্রতিবেদন থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রয়োজনীয় বিবরণ উল্লেখ করা হয়েছে। এছাড়া কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আরও পড়ুন:- ওয়াকফ অশান্তিতে থাকতে পারে বিজেপির এজেন্সির হাত, আশঙ্কা কুণাল ঘোষের